• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইঁদুর দৌড়ে বিশ্বাসী নই! ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা চেনালেন টলিউডের ‘বস’ জিৎ

Published on:

Jeet Chengis

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির প্রথম সারির জনপ্রিয় সুপারস্টারদের মধ্যে অন্যতম হলেন জিৎ (Jeet)। প্রায় দু দশকের বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি। দীর্ঘদিনের এই অভিনয় জীবনে আজ অবধি তাঁকে ছুঁতে পারেনি কোনো বিতর্ক।বাংলার দর্শকদের তিনি উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সব সিনেমা।

সামনেই অর্থাৎ আগামী একুশে এপ্রিল মুক্তি পেতে চলেছে জিতের নতুন সিনেমা চেঙ্গিজ (Chengiz)। প্রসঙ্গত এটাই জিৎ অভিনীত প্রথম প্রথম বাংলা সিনেমা যা একই সময়ে মুক্তি পেতে চলেছে হিন্দিতেও। টলিউডের বস এবার চেঙ্গিস রূপে ধরা দিতে চলেছেন রূপালী পর্দায়। কাজেই তাঁর অনুরাগীদের মধ্যে উন্মাদনা রয়েছে চোখে পড়ার মতো।

টলিউড,Tollywood,জিৎ,Jeet,চেঙ্গিজ,Chengiz,ইঁদুর দৌড়,Rat Race,মন্তব্য,Comment

তাঁর হাত ধরেই এবার দর্শক প্রবেশকরতে চলেছেন আন্ডারওয়ার্ল্ডের এক অজানা পৃথিবীতে। জিতের কথায় জানা গিয়েছে তাঁর অভিনীত এই নতুন চরিত্রটি খুবই নিশংস-নিষ্ঠুর যার শরীরে দয়া-মায়ার লেশ মাত্র নেই।  প্রসঙ্গত কিছুদিন আগেই মুম্বাইতে সিনেমার ট্রেলার লঞ্চের পর এই মুহূর্তে সিনেমার প্রচারের কাজে তুমুল ব্যস্ত জিৎ।

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। ট্রেলার মুক্তির পর দর্শকদের থেকে পাওয়া প্রতিক্রিয়া প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেতা জানান ‘আমি ভীষণ খুশি। দর্শকরা এভাবে আমাদের ভালোবাসা দিচ্ছেন’।জিৎ জানিয়েছেন ট্রেলর থেকে এত ভালো সাড়া পাওয়ার পর তিনি আরওই উৎসাহিত হয়ে পড়েছেন সিনেমাটি মুক্তির জন্য।

Jeet, Chengiz movie, Chengiz movie release

প্রসঙ্গত এই প্রথম কোন বাংলা সিনেমা হিন্দিতে মুক্তি পাচ্ছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে একরাশ গর্ব নিয়েই জিৎ বলেছেন ‘আমার মনে হচ্ছে আমি বাংলা ছবির গর্বকে এই স্বপ্নের শহরে নিয়ে এলাম। এক অনাবিল আনন্দ হচ্ছে, এটা ভেবে যে আমার ছবি গোটা ভারত জুড়ে মুক্তি পেতে চলেছে। তবে এই ছবির হাত ধরেই বাংলা ছবির ভবিষ্যৎ বদলাবে কিনা সেটা এখনই বলতে নারাজ জিৎ।

আজ তিনি বাংলার সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে একজন। নাম-যশ -খ্যাতি কোন কিছুরই আজ অভাব নেই তাঁর জীবনে। কিন্তু জিতের এই সাফল্য তার জীবনে কিন্তু রাতারাতি আসেনি। তার পেছনে রয়েছে অভিনেতার কঠিন লড়াই। যা পেরিয়ে দেয় আজ তিনি  সাফল্যের চূড়ায়। তাই আজ এই জায়গায় দাঁড়িয়ে পুরোনো দিনের কথা তার মনে পড়ে কিনা জানতে চাওয়া হলে এ প্রসঙ্গে জিৎ বলেন ‘ হ্যাঁ অনেক স্মৃতি আছে।  কিন্তু আমি আর পিছনে ফিরে তাকাতে চাই না’।

Jeet, Jeet actor daughter

প্রসঙ্গত এখনকার দিনে যেকোনো সিনেমা মানেই ব্যবসা আর বিরাটলাভ ক্ষতির অঙ্ক। তাই খুব স্বাভাবিকভাবেই ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা চলেই আসে। কিন্তু এদিক দিয়েও ব্যতিক্রমি জিৎ। এখনকার ইঁদুর দৌড়ের যুগেও নিজের চারদিকে যেন একটা আলাদাই দেওয়াল তৈরি করে নিজেকে সবকিছু থেকে দূরে রেখেছেন অভিনেতা। কিন্তু কি করে? এর উত্তরে অভিনেতার সপাট জবাব ‘ইঁদুর দৌড় বলে কিছু হয় না। সবার আলাদা আলাদা জায়গা আছে, আগেও ছিল এখনও আছে। সবার নিজেদের জায়গা আছে এই বিপুল পৃথিবীতে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥