• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুভশ্রীকে বিয়ের আগেও প্রেমে পড়েছিলেন রাজ চক্রবর্তী, এই নায়িকাদের সাথে সম্পর্কে ছিলেন পরিচালক!

Published on:

Raj Chakraborty relation rumours before getting married with subhashree

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় জুটিগুলির মধ্যে একটি হল পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) জুটি। অনুরাগীদের কাছে তাঁরা একেবারে ‘কাপল গোলস’। তবে আপনি কি জানেন, শুভশ্রীই প্রথম নন, রাজ চক্রবর্তী টলিউডের আরও নায়িকাদের সঙ্গে প্রেম করেছেন। আজকের প্রতিবেদনে ‘চ্যালেঞ্জ’ পরিচালকের প্রাক্তন প্রেমিকাদের নামের তালিকা তুলে ধরা হল।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নামী পরিচালক রাজের দ্বিতীয় স্ত্রী হলেন শুভশ্রী। এর আগে ২০০৬ সালে শতাব্দী মিত্রের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। তবে ২০১১ সালে প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় রাজের।

Raj Chakraborty

রাজ এবং শতাব্দীর বিচ্ছেদের কারণ হিসেবে বহু গুঞ্জন শোনা গিয়েছিল। জানা গিয়েছিল, টলিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠতা’র কারণেই সংসারে অশান্তির সূত্রপাত। এরপর বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। যদিও প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ এবং শুভশ্রীর সঙ্গে সাত পাক ঘোরার আগে চুটিয়ে প্রেম করেছেন রাজ।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর পায়েল সরকারের (Payel Sarkar) সঙ্গে রাজের প্রেম নিয়ে চর্চা ছিল একসময়কার ‘হট টপিক’। একসঙ্গে কাজও করেছিলেন দু’জনে। বেশ অনেকটা সময়ই তাঁদের প্রেমের চর্চা চলেছিল। যদিও এই নিয়ে রাজ কিংবা পায়েল কেউই কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেননি। পরে একসময় জানা যায়, বিচ্ছেদের পথে হেঁটেছেন দু’জনে।

Raj Chakrabarty Payel Sarkar

পায়েল ছাড়াও আরও এক টলি সুন্দরীর সঙ্গে নাম জড়িয়েছিল রাজের। তিনি হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তদের সম্পর্কের কথা কারোরই অজানা ছিল না। ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট ছিল রাজ-মিমির প্রেম। অ্যাওয়ার্ড ফাংশান থেকে শুরু করে পার্টি- সর্বত্র একসঙ্গে দেখা যেত তাঁদের।

Raj Chakrabarty Mimi Chakraborty

তবে জানা যায়, পরিচালক বিরসা দাশগুপ্তের একটি ছবির শ্যুটিংয়ের জন্য মিমির তুরস্কে যাওয়ার পরই বাঁধে বিপত্তি। সেখানে গিয়ে নাকি এক বয়সে ছোট ছেলের সঙ্গে ডেটিং শুরু করেছিলেন নায়িকা। যা জানতে পারার পর রাজ এবং মিমির মধ্যে ঝামেলাও হয়েছিল। এরপর বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।

Raj Chakrabarty Subhashree Ganguly Yuvaan

মিমির সঙ্গে বিচ্ছেদের পর ‘চ্যালেঞ্জ’ অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে প্রেম শুরু হয় রাজের। ২০১৮ সালে বাওয়ালী রাজবাড়িতে সাত পাকে বাঁধা পড়েন দু’জনে। ২০২০ সালে জন্ম হয় তাঁদের ছেলে ইউভানের। ইন্ডাস্ট্রির সকলের নয়নের মণি ‘রাজশ্রী’র ছেলে। স্ত্রী শুভশ্রী এবং ছেলে ইউভানকে এখন সুখের সংসার পরিচালকের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥