বলিউডের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে গসিপ তথা জল্পনার শেষ নেই। তাছাড়া ছবিতে একসাথে কাজ করার সময় তারকাদের একেঅপরের প্রেমে পড়া নতুন কিছুই নয়। তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও এই প্রবণতা দেখা গিয়েছে একসময়। বলিউডের অভিনেতা সাইফ আলী খানকে (Saif Ali Khan) সকলেই চেনেন। সাইফ আলী খান ও কারিনা কাপুর বর্তমানে বলিউডের পাওয়ার কাপল। কিছুদিন আগেই দ্বিতীয়বার মা হয়েছেন কারিনা কাপুর (Kareena Kapoor)। কিন্তু কারিনা কিন্তু সাইফ আলী খানের দ্বিতীয় স্ত্রী। এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের (Amrita Singh) সাথে বিয়ে হয়েছিল অভিনেতার।
তবে সাইফ আলী খানের সাথে বিয়ের পূর্বেও প্রেমে পড়েছিলেন অমৃতা। আসলে আশির দশকে অমৃতা সিংয়ের বলিউডে বেশ চাহিদা ছিল। আর সেই সময় ক্রিকেটের জগতের এক কিংবদন্তি খেলোয়াড় রবি শাস্ত্রীর (Ravi Shastri) সাথে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। অবশ্য নিজেদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন অমৃতা। তবে সেই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি।
যেমনটা জানা যায় একটি ম্যাগাজিনের ফটোশুটের মাধ্যমেই প্রথম দেখা হয়েছিল অমৃতা সিং ও রবি শাস্ত্রীর মধ্যে। একজন বলিউডের অভিনেত্রী আরেকজন বিখ্যাত ক্রিকেটার প্রথম দেখার পরেই বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায় দুজনের মধ্যে। এরপর একেঅপরের সাথে ডেটিং শুরু হয়। বন্ধুত্বের সম্পর্কে ধীরে ধীরে প্রেমে পরিণত হয়।
দুজনের প্রেম ধীরে ধীরে গাঢ় হয় ও বিয়ের জন্য প্রস্তুত হন দুজনে। কিন্তু মুশকিল বাঁধলো সেখানেই। ভালোবেসে বিয়ে করতে রাজি হলেও অমৃতাকে একটি শর্ত দিয়েছিলেন রবি শাস্ত্রী। তাকে বিয়ে করতে হলে বিয়ের পর বলিউডে অভিনয় ছেড়ে দিতে হবে অভিনেত্রীকে। যেটা মেনে নেওয়া সম্ভব হয়নি অমৃতার পক্ষে। কারণ আগেই বলেছি সেই সময় বলিউডের অভিনেত্রী হিসাবে ব্যাপক জনপ্রিয় ছিলেন অমৃতা। তাই নিজের কেরিয়ারের দিকে চেয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি।
যেমনটা জানা যায় নব্বইয়ের দশকের শুরুতেই ছাড়াছাড়ি হয়ে যায় অমৃতা সিং ও রবি শাস্ত্রীর। এরপর রবি শাস্ত্রী বিয়ে করে নেন। তারপর ১৯৯১ সালে অমৃতা সিং বলিউড অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন। সাইফ ও অমৃতার দুটি সন্তানও হয়। মেয়ে সারা আলী খান ও ছেলে ইব্রাহিম খান। তবে সেই সম্পর্কও ২০০৪ সালে শেষ হয়ে যায়। অমৃতা ও সাইফের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।