• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিতর্কে ‘আদিপুরুষ’! ‘সীতা’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে আফসোস এই ৪ অভিনেত্রীর

Published on:

বলিউড,Bollywood,আদিপুরুষ,Adipurush,সীতা,Sita,প্রস্তাব,Offer,৪ অভিনেত্রী,4 Actress,প্রত্যাখ্যান,Reject,কিয়ারা আডবাণী,Kiara Advani,অনুষ্কা শর্মা,Anushka Sharma,অনুষ্কা শেঠি,Anushka Shetty,কীর্তি সুরেশ,Kreethy Suresh

দেশজুড়ে এখন আলোড়ন ফেলে দিয়েছে ওম রাওত পরিচালিত ‘আদিপুরুষ’ (Adipurush) সিনেমাটি।  এই সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভারতীয় হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণকে বিকৃত করার। শুধু তাই নয় প্রথমে শুধুমাত্র এই সিনেমার ভিএফএক্স নিয়ে বিতর্ক তৈরি হলেও পরবর্তীতে শিরোনামে উঠে এসেছে এই সিনেমার ‘ছাপড়ি’ সংলাপ থেকে শুরু করে চরিত্রদের লুক।

জানিয়ে এখন রীতিমত মীমে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তবে সিনেমাটি বিতর্কে থাকা সত্ত্বেও সিনেমা প্রেমীদের একাংশের কাছে কিন্তু দারুণ প্রশংসা কুড়িয়েছে বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনীত সীতা (Sita) চরিত্রটি। তবে জানলে অবাক হবেন এই পৌরাণিক চরিত্রের জন্য কৃতিই কিন্তু নির্মাতাদের  প্রথম পছন্দ ছিলেন না। তাঁর তার আগেও এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল আরো চারজন জনপ্রিয় অভিনেত্রীকে।

অনুষ্কা শেঠি (Anushka Shetty): প্রসঙ্গত সিনেমাটিতে যেহেতু রামের চরিত্রে ‘বাহুবলী’ অভিনেতা প্রভাস অভিনয় করেছেন তাই প্রথমেই এই সীতা চরিত্রের জন্য নির্মাতাদের পছন্দ ছিলেন সাউথের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেঠি। কিন্তু সেই মুহূর্তে অনুষ্কা তাঁর অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় তিনি এই সিনেমায় অভিনয় করতে পারেননি।

Anushka Shetty as Devsena

কীর্তি সুরেশ (Kreethy Suresh): এরপরেই তালিকায় রয়েছেন সাউথের আরো একজন জনপ্রিয় অভিনেত্রী কৃতি সুরেশ। কিন্তু সেসময় সাউথের সুপারস্টার রজনীকান্তের সাথে একটি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে সীতা মাতার মতো পৌরাণিক চরিত্রে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

বলিউড,Bollywood,আদিপুরুষ,Adipurush,সীতা,Sita,প্রস্তাব,Offer,৪ অভিনেত্রী,4 Actress,প্রত্যাখ্যান,Reject,কিয়ারা আডবাণী,Kiara Advani,অনুষ্কা শর্মা,Anushka Sharma,অনুষ্কা শেঠি,Anushka Shetty,কীর্তি সুরেশ,Kreethy Suresh

অনুষ্কা শর্মা (Anushka Sharma): বলিউড অভিনেত্রীদের মধ্যে এই তালিকায় রয়েছেন অনুষ্কা শর্মাও।  সাউথের দুই জনপ্রিয় অভিনেত্রীর ফিরিয়ে দেওয়া প্রস্তাব নির্মাতারা প্রথমে দিয়েছিলেন বলি ডিভা অনুষ্কাকে। কিন্তু ভামিকা এই মুহূর্তে খুবই ছোট। তাই এই মুহূর্তে মেয়ের জন্যই খুব কম সংখ্যক সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

Anushka Sharma

কিয়ারা আডবাণী (Kiara Advani): এই তালিকায় থাকা অভিনেত্রীদের মধ্যে সবাইকে অবাক করে দিয়েছেন যিনি তিনি হলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী।

বলিউড,Bollywood,আদিপুরুষ,Adipurush,সীতা,Sita,প্রস্তাব,Offer,৪ অভিনেত্রী,4 Actress,প্রত্যাখ্যান,Reject,কিয়ারা আডবাণী,Kiara Advani,অনুষ্কা শর্মা,Anushka Sharma,অনুষ্কা শেঠি,Anushka Shetty,কীর্তি সুরেশ,Kreethy Suresh

মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই বলি  অভিনেত্রীকেও সীতা চরিত্রের জন্য অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো এক অজানা  কারণবশত এই চরিত্রে তিনি অভিনয় করতে রাজি হননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥