• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে আসার আগে কুলি ছিলেন টুইঙ্কল খান্না! পুরনো স্মৃতি হাতড়ে নিজেই জানালেন অভিনেত্রী

সুপারস্টার রাজেশ খান্না এবং অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার মেয়ে হলেন টুইঙ্কল খান্না (Twinkle Khanna)। একসময় তিনিও বলিউডে অভিনয় করে একাধিক সিনেমা উপহার দিয়েছেন। তবে এখন অভিনয় জগৎ থেকে নিজেকে দূরেই রেখেছেন টুইঙ্কল। বরাবরই লেখালিখির দিকেই ঝোঁক ছিল তার। তাই অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে তার কোনো আফসোস নেই। নিজের ব্যস্ত শিডিউলের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় থাকেন টুইঙ্কল সেখানে মাঝে মধ্যেই নিত্যনতুন আপডেট দিয়ে থাকেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বইয়ের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। জানা গেছে বইটির নাম অন ক্যামেরা, অফ ক্যামেরা (On Camera Off Camera)। আসলে এই বইটিতে লেখক টুইঙ্কল খান্নার সাথে তার মায়ের সম্পর্কের একটি বিশেষ দিক তুলে ধরেছেন। এদিন ইনস্টাগ্রামের পাতায় প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক তথা সম্পাদক ভাবনা সোম্যার লেখা অন ক্যামেরা অফ ক্যামেরা বই থেকে নিজের জীবনের টুকরো স্মৃতি শেয়ার করেছেন টুইঙ্কল।

   

Twinkle Khanna,টুইঙ্কল খান্না,Dimple Kapadia,ডিম্পল কাপাডিয়া,Coolie,কুলি,Bollywood,বলিউড

যা থেকে জানা যায় অভিনেত্রী হওয়ার আগে খোদ টুইঙ্কেল খান্না বিমানবন্দরে মা ডিম্পল কাপাডিয়ার (Dimple Kapadia) জন্য ‘কুলি’র কাজ করতেন। এদিন টুইঙ্কেল ওই বই থেকে একটি অংশ শেয়ার করে লিখেছেন ‘অতীতের স্ন্যাপশট৷ প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক এবং সম্পাদক ভাবনা সৌম্যার এই বইটি একটি উপাখ্যান । এবং এটি কখনও আবার একটি গভীর বিশ্লেষণের সাথে আনন্দদায়ক। মানুষ তাদের সেলুলয়েড ফাঁদে আটকে আছে। এই বইটি কিছু চমৎকার স্মৃতি ফিরিয়ে এনেছে।’

Twinkle Khanna,টুইঙ্কল খান্না,Dimple Kapadia,ডিম্পল কাপাডিয়া,Coolie,কুলি,Bollywood,বলিউড

টুইঙ্কেলের শেয়ার করা ওই বিশেষ অংশ থেকে জানা যায় ১৯৯৪ সালে মুম্বাই বিমানবন্দরে টুইঙ্কল তার মা ডিম্পলের সাথে তাদের ফ্লাইট ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন। সেসময় তাদের সাথেই ছিলেন এই বইয়ের লেখক। তিনি টুইঙ্কলকে বলেছিলেন যে তার স্বাধীনতা উপভোগ করা উচিত যতক্ষণ না সে একজন তারকা হয়ে ওঠে এবং দেহরক্ষী দ্বারা বেষ্টিত হয়। উত্তরে , টুইঙ্কল বলেছিলেন, “আমি ভবিষ্যত সম্পর্কে বলতে পারি না তবে এই মুহূর্তে আমি আমার স্টার মায়ের জন্য একজন স্পট বয় হিসাবে কাজ করছি।’

Twinkle Khanna,টুইঙ্কল খান্না,Dimple Kapadia,ডিম্পল কাপাডিয়া,Coolie,কুলি,Bollywood,বলিউড

 

এর পর তার যখন জানতে চাওয়া হয় কেন তিনি ডিম্পলের লাগেজ বহন করছেন তার উত্তরে টুইঙ্কল জবাব দিয়ে বলেছিলেন, ‘কারণ আমার মা ব্যাগ চেক করা পছন্দ করেন না, তিনি ফ্লাইট নামার জন্য অপেক্ষা করতে পছন্দ করেন না, তাই এখানে আমি আমার কুইনের জন্য কুলি হয়েছি। ‘ এছাড়াও এই বইতে লেখক দাবি করেছেন যে টুইঙ্কলের হাস্যরস তার প্রয়াত বাবা রাজেশ খান্নার মতোই।