সাম্প্রতিক বলিউডের একাধিক বিগ বাজেট সিনেমা (Bollywood movies) বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই তালিকায় রয়েছে সুপারস্টারদের ছবিও। এখন তো আবার ছবি মুক্তির আগেই উঠছে বয়কটের ডাক। যা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে নির্মাতাদের কপালে। ‘লাল সিং চাড্ডা’ এবং রক্ষা বন্ধন’ ফ্লপ হওয়ার পর তাই কোনোরকম ঝুঁকি নিতে চাইছেন না নির্মাতারা। বয়কটের এই মরসুমে ওটিটিতেই মুক্তি পাবে ৯টি বিগ বাজেট (Big budget) বলিউড ছবি।
গোবিন্দা নাম মেরা (Govinda Naam Mera)- শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবির নাম তালিকার শীর্ষে রয়েছে। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি এটি। শোনা যাচ্ছে, ভিকি কৌশল, কিয়ারা আডবানী এবনব ভূমি পেডনেকর অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে নয়, বরং ওটিটি’তেই মুক্তি পাবে।

ফ্রেডি (Freddy)- কার্তিক আরিয়ানের শেষ ছবি ‘ভুলভুলাইয়া ২’ বক্স অফিসে ঝড় তুললেও, তাঁর আগামী ছবি ‘ফ্রেডি’ ওটিটি’তেই মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। ‘ফ্রেডি’ পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ। মুখ্য চরিত্রে কার্তিক ছাড়াও অভিনয় করছেন আলায়া এফ।

ডক্টর জি (Doctor G)- বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা আয়ুষ্মান খুরানার আগামী ছবির নামও তালিকায় রয়েছে। আয়ুষ্মান এবং রাকুল প্রীত সিং অভিনীত সোশ্যাল কমেডি ‘ডক্টর জি’ও ওটিটি’তে মুক্তি পেতে চলেছে।

অ্যান অ্যাকশন হিরো (An Action Hero)- শুধুমাত্র ‘ডক্টর জি’ই নয়, আয়ুষ্মানের আরও একটি ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’ও ওটিটি’তে মুক্তি পেতে চলেছে। অনিরুদ্ধ আইয়ার পরিচালিত এই ছবিতে আয়ুষ্মান ছাড়াও অভিনয় করছেন ‘পাতাল লোক’ খ্যাত জয়দীপ অহলাওয়াত।

ব্লাডি ড্যাডি (Bloddy Daddy)- একটি সুপারহিট ফরাসি ছবির ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে ‘ব্লাডি ড্যাডি’। আলি আব্বাস জাফর পরিচালিত এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহিদ কাপুর। এই ছবিটিও বয়কটের এই মরসুমে ওটিটি’কেই বেছে নিয়েছে।

মিশন মজনু (Mission Majnu)- শান্তনু বাগচি পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রাকে। এছাড়াও এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা মান্দানা। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ‘মিশন মজনু’ও মুক্তি পাবে।

লক্ষ্মণ উতেকারের আগামী ছবি (Laxman Utekar’s next movie)- পরিচালক লক্ষ্মণ উতেকারের আগামী ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল এবং সারা আলি খান। সেই ছবির শ্যুটিংয়ের সময় মাঝেমধ্যেই ভিকি এবং সারার নানান মজার ভিডিও ভাইরাল হতো সোশ্যাল মিডিয়ায়।

ভিকি-সারা অভিনীত সেই বিগ বাজেট ছবির নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে শোনা গিয়েছে, এই ছবিটিও ওটিটি’তেই মুক্তি পাবে। এছাড়াও যশ রাজ ফিল্মস বলিউডের অবস্থা দেখে ঠিক করবে তাঁদের আগামী দুই সিনেমা ‘মহারাজা’ এবং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নাকি ওটিটি’তে।














