• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভ্যাপসা গরমে বারোটা বাজছে সৌন্দর্যের! দেখে নিন ত্বক উজ্জ্বল রাখার ঘরোয়া উপায়গুলি

Published on:

beauty tips for glowing skin in summer,Lifestyle,লাইফস্টাইল,সৌন্দর্যের টিপস,skin care,Summer Care,Beauty Tips

এই গরমে ত্বকের অবস্থায় যেন খারাপ হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়ালে মুখের করুন পরিস্থিতি দেখে ঘাবড়ে যাচ্ছেন অনেকেই! রোদের মধ্যে কোনো কাজের জন্য বেরালেই হয়েছে সান ট্যান থেকে শুরু করে মুখে ব্রণ, জ্বালা নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর ত্বকের তথা মুখের সৌন্দর্য নষ্ট হয়ে রীতিমত বাইরে বেড়ানো দায় হয়ে পরে।

তবে চাইলে ঘরোয়া পদ্ধতিতেই ত্বকের যত্ন (Skin Care) নেওয়া যেতে পারে এই গরমে। সহজ সরল এই উপায়গুলি ব্যবহার করেই ত্বকের নানান সমস্যার হাত থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। সাথে ফিরে আসবে ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা। আজ বংট্রেন্ডের পেজে এমন পাঁচটি উপায়ের কথা জানাবো আপনাদের। চলুন দেখে নেওয়া যাক গরমে ত্বক উজ্জ্বল রাখার পাঁচটি সহজ ও ঘরোয়া উপায়।

অ্যালোভেরা (Aloevera):

Dandruff Problem Home Remedy খুশকি সমস্যা প্রতিকার Aloevera

অ্যালোভেরা জেল ত্বকের জন্য খুবই উপকারি। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে তো আরও ভালো কথা। তা না হলে বাজারেও অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়। মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে শুকনো হওয়ার জন্য ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পারলে দিনে দুই থেকে তিন বার একই ভাবে মুখ ধুয়ে নিন।

পাতিলেবুর রস আর গোলাপজল (Lemon Juice and Rose Water) :

লেবুর রস Leomn Juice

বাড়িতে পাতিলেবু সকলেরই উপস্থিত। এই পাতিলেবুর রস কিন্তু ত্বকের জন্য দারুন উপকারি। পাতিলেবুর রস আর গোলাপজল এক সাথে মিশিয়ে নিন, পারলে তাতে একটু গ্লিসারিন দিলে আরো ভালো হয়। এরপর এই মিশ্রণটি মুখে লাগান আর শুকনো হবার জন্য অপেক্ষা করুন। প্রিতিদিন নিয়ম করে একবার ব্যবহার করতে পারলেই দেখবেন ত্বকের ব্রণ, গরমের ফুসকুরি, ঘামাচি কমে যাবে।

টমেটো (Tomato) :

beauty tips for glowing skin in summer,Lifestyle,লাইফস্টাইল,সৌন্দর্যের টিপস,skin care,Summer Care,Beauty Tips

বাড়িতে রান্নার স্বাদ বাড়াতে অনেকেই টমেটোর ব্যবহার করেন। ত্বকের যত্নে টমেটোও কিন্তু খুবই উপকারি। টমেটো মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্রণ ও কালো দাগ দূর করতে সাহায্য করে। মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে সেটা কেটে রস বের করে নিন। এরপর তুলোয় করে মুখে মেখে নিন। ব্যাস এরপর ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে এক বা দুদিন করলেই হাতেনাতে ফল পাবেন।

কলা (Banana):

beauty tips for glowing skin in summer,Lifestyle,লাইফস্টাইল,সৌন্দর্যের টিপস,skin care,Summer Care,Beauty Tips

গরমে অনেকেই চটজলদি এনার্জি পাবার জন্য কলা খেয়ে থাকেন। কলা একটু বেশিদিন রেখে দিলেন কালো হয়ে নষ্ট হয়ে যায়। পাকা কলা ফেলে না দিয়ে একটু চটকে পেস্ট করে নিন, সাথে এক টেবিল চামচ মধু ও দু’ফোটা মত লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর সেই পেস্ট মুখে ভালো করে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে।

বেকিং সোডা (Baking Soda) :

Dental Pain Problem দাঁতের সমস্যা Baking Soda বেকিং সোডা

দু-তিন টেবিলচামচ জলের মধ্যে এক টেবিলচামচ বেকিং সোডা দিয়ে ভালো করে পেস্ট করে নিন। এরপর সেই পেস্ট মুখে মেখে নিন। শুকিয়ে গেলেই ধুয়ে ফেলুন। বেকিংসোডার অ্যান্টিইন ফ্লামেটরি গুণ রয়েছে যা মুখের তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে। ফলে ত্বক সতেজ হয়ে ওঠে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥