বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। সকলেই ফ্যান দাদার। ২২ গজ কে বিদায় জানিয়েছেন অনেকদিন আগেই। এখন বছর বছর তাঁকেই টিভির পর্দারে দেখার জন্য মুখিয়ে থাকেন আপামর বাঙালি। ক্রিকেটের ময়দানের পাশাপাশি এখন টিভির পর্দাতেও দাদাগিরি করে চলেছেন তিনি। জি বাংলার এই জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’র (Dadagiri) সঞ্চালনা করেই সকলের মন জয় করে নিয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা।
বয়স ৫১ পেরলেও এখনও আগের মতোই নিজের ফিটনেস ধরে রেখেছেন তিনি। শনিবার তাঁর দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’র সমস্ত কলা কুশলীরা। সেখানেই এদিন প্রিয় দাদার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েছিলেন সিরিয়ালের রুচিরা অভিনেত্রী সৌমি চক্রবর্তী। সিরিয়ালে পেশায় সাংবাদিক রুচি এদিন জানতে চান ‘এতদিন ধরে যে গ্ল্যামারটা তিনি মেনন্টেইন করছেন এর পেছনে কি রহস্য রয়েছে?
প্রশ্ন শুনেই সৌরভ বলতে শুরু করেন ‘সপ্তাহে একবার করে ম্যাডাম (স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়) বিউটি পার্লারে নিয়ে যায়। বিভিন্ন রকমের ফেস ওয়াশ দিয়ে মুখ ধোওয়া হয়। সকালে একটা ক্রিম। দুপুরবেলা দিবানিদ্রা নিই, বিউটি স্লিপ। বিকেল বেলা উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে, আবার অন্য একটা ক্রিম।’
সৌরভের কথা বলার কায়দা শুনেই কারও আর বুঝতে বাকি থাকে না যে সৌরভ এসব বানিয়ে বানিয়ে বলছে। সৌমিও এদিন বারবার বলতে থাকেন, ‘এটা হতে পারে না।’ কিন্তু সৌরভও না থেমেই একনাগাড়ে বলতে থাকেন, ‘মা মুখে বেসন লাগিয়ে দেন। মাঝে মাঝে দুধের সর। আর সেটে এলে মেকআপ তো আছেই।’
পরে অবশ্য সৌরভ জানিয়ে দেন, সবটাই মজা ছিল। তিনি আসলে মুখে কিছুই মাখেন না। এরপরেই কথার পৃষ্টে সৌরভের বিরিয়ানি খাওয়ার কথা তুলে নীম ফুলের মধু সিরিয়ালের জেঠিমা জানতে চান, ‘দাদা আমরা তো জানি আপনার প্রিয় খাবার বিরিয়ানি। কিন্তু বিরিয়ানি খেয়ে এই ফিটনেস কীভাবে?’ জবাবে বেশ আফসোসের সুরেই সৌরভ বলেন, ‘বিরিয়ানি আর খাই না তো! বছরে একবার, তাও ম্যাডেমের (ডোনা) জন্মদিনে। অভ্যেস হয়ে গেছে। ভাত, রুটি, পাউরুটি কিচ্ছু খাই না।’