• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুম্বন দৃশ্যে না বলে হারিয়েছেন ভালো কাজ! ১৩ বছরের অভিনয় জীবন নিয়ে আফসোস বাসবদত্তার

Published on:

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাসবদত্তা চট্টোপাধ্যায়,Basabdatta Chatterjee,পরিচালক,Director,প্রস্তাব,Offer,চুম্বন দৃশ্য,Kissing Scene

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে বহুদিন পর আবার টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়াল (New Serial) নিয়ে কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdutta Chatterjee)। নতুন সিরিয়াল নিয়ে ফেরার আগে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। সেখানে তিনি মুখ খুলেছিলেন নিজের অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের একাধিক বিষয় নিয়ে। এছাড়া সম্প্রতি তিনি মুখ খুলেছিলেলন বাংলা ইন্ডাস্ট্রির পরিচালকদের থেকে পাওয়া প্রস্তাব নিয়েও।

প্রসঙ্গত মা হওয়ার পর বাসবদত্তার জীবন এখন আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে। অভিনেত্রীর নিজের কথায় তিনি আগে যেমন নিজের গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারতেন এখন সেটা আর হয় না। মেয়ে হওয়ার পর থেকে তাঁর জীবনে এসেছে বেশ কিছু দায়িত্ব। তবে বাসবদত্তা জানিয়েছেন তিনি সন্তান মানুষ করার ক্ষেত্রে খুব কম ধৈর্যশীল। তাই এখনই মাত্র ১১ মাসের মেয়েকেও মাঝেমধ্যেই বকাঝকাও করে ফেলেন তিনি। তার এই রাগ শুধুমাত্র বাড়িতেই সন্তানের প্রতি নয়। শুটিংয়ের সেটেও নাকি বহুবার রাগারাগি করেছেন তিনি।

Basabdutta Soumili Sneha New Serial

দেখতে দেখতে অভিনয় জীবনে দীর্ঘ ১৩ বছর কাটিয়ে ফেলেছেন বাসবদত্তা। শুরুটা হয়েছিল ‘গানের ওপারে’ সিরিয়াল দিয়ে। কিন্তু অনান্য অভিনেত্রীদের তুলনায় খানিকটা হলে ধীরগতিতে এগোচ্ছে বাসবদত্তার কেরিয়ার।  কারণ জানতে চাওয়া হলে এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন ‘দোষ কিছুটা আমার। আমি বেছে কাজ করতেই পছন্দ করি। তিনটে  সিরিয়ালে মুখ মুখ্য চরিত্রে অভিনয় করেছি। একটা সিরিয়াল শেষ হওয়ার পর নিজের জন্য একটু সময় দরকার হয় আমার’।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাসবদত্তা চট্টোপাধ্যায়,Basabdatta Chatterjee,পরিচালক,Director,প্রস্তাব,Offer,চুম্বন দৃশ্য,Kissing Scene

আবার অনেক ক্ষেত্রে এমনও ঘটেছে কাজের কথা এগিয়ে যাওয়ার পরেও কাজটা হয়নি।  এমনই একটা ঘটনার উদাহরণ দিতে গিয়ে, এদিন বাসবদত্তা  জানিয়েছেন যখন তিনি নেতাজি সিরিয়ালের শুটিংয়ে ব্যস্ত, সেই সময় তার কাছে টলিউডের প্রথম সারির একজন পরিচালকের কাছ থেকে অভিনয় করার সুযোগ এসেছিল।  সেই চরিত্রে অভিনয় করার জন্য তার নাম ঠিক হয়ে যাওয়ার পরেও একদিন নাকি তিনি খবরের কাগজ পড়ে  জানতে পেরেছিলেন তাঁর পরিবর্তে অন্য একজন অভিনেত্রীকে নিয়ে সেই পরিচালক কাজ শুরু করে দিয়েছেন।

Basabdutta Chatterjee

পরে তাঁকে ম্যাসেজ করে বাসবদত্তা জানিয়েছিলেন ‘তাঁকে মেসেজ করে লিখেছিলাম, আপনি যেটা করলেন, আমি আর কখনও আপনার সঙ্গে কাজ করব না। এখানে জানানোর ভদ্রতাটুকু মানুষের নেই’। সেইসাথে অভিনেত্রী জানিয়েছেন এমন অপেশাদার মনোভাব তিনি শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিতে লক্ষ্য করেছেন মুম্বাইয়ে এমন অভিজ্ঞতা তাঁর হয়নি। তবে ক্যারিয়ারের এত বছরে টলিউডের প্রথম সারির পরিচালকের সাথে কাজ করতে না পারার জন্য মাঝেমধ্যেই আক্ষেপ হয় অভিনেত্রীর।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাসবদত্তা চট্টোপাধ্যায়,Basabdatta Chatterjee,পরিচালক,Director,প্রস্তাব,Offer,চুম্বন দৃশ্য,Kissing Scene

প্রসঙ্গত চরিত্র বাছাই এর ক্ষেত্রে বাসবদত্তার রয়েছে বেশ কিছু শর্ত। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন হাঁটুর উপরে পোশাক পড়তে তার সমস্যা না থাকলেও চুম্বন দৃশ্যতে তাঁর রয়েছে বিস্তর আপত্তি। এ প্রসঙ্গে অভিনেত্রী  বলেছেন ‘আমার নিজের কিছু নীতি আছে সেটা থেকে সরতে পারবো না। এত কিছুর পরেও তো ভালো কাজ করছি’। তবে নিজের গণ্ডি ছোট করে দেওয়াতে বেশকিছু কাজ হাতছাড়া হওয়ায় তার জন্য মন খারাপও হয় অভিনেত্রীর।  তবে যখন তিনি ভাবেন ‘=এক দু’মিনিটের দৃশ্যের জন্য এত ভালো কাজ হাতছাড়া হয়ে গেল,তখন  খুব আক্ষেপও হয়। কিন্তু অভিনেত্রীর কথায় ‘ওই জায়গায় আত্মত্যাগ করতে পারবো না।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥