ফের বিনোদন জগতে শোকের ছায়া। করোনা আক্রান্ত হলেন বিখ্যাত গায়ক বাপ্পী লাহিড়ী। সূত্রের খবর, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন গায়ক। বাপ্পী লাহিড়ী কন্যা রেমা জানিয়েছেন, তার বাবা নিয়মিত করোনা বিধি মেনে চলতেন। কিন্তু তবুও বিপদ এলো। করোনা আক্রান্ত হলেন তিনি। উপসর্গ দেখা দেওয়ার পরেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
রেমা জানিয়েছেন গত কয়েকদিনে তিনি যাদের সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেকেরই করোনা টেস্ট করানো হবে। এছাড়াও, যারা তার বাবার আরোগ্য কামনা করেছে তাদের ধন্যবাদ জানিয়ে রেমা দেবী বলেছেন, ‘বাবার জন্য শুভকামনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’
বাপ্পী লাহিড়ীর বয়স এখন প্রায় ৬৮ বছর। আর এই বয়সে করোনার হানা, স্বভাবতই চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে।
এদিকে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা। দেশে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus)। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় (Covid 19) আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৩০ জন। একদিনে দেশে ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৩৮২ জন। মহারাষ্ট্রে মাত্রাছাড়া সংক্রমণের হার।