• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনা-গয়না থেকে, বাড়ি-গাড়ি কত টাকার সম্পত্তি রেখে গেলেন বাপ্পি লাহিড়ী, জানুন বিস্তারিত

Published on:

বাপ্পী লাহিড়ী,Bappi Lahiri,লতা মঙ্গেশকর,Lata Mangeshkar,সন্ধ্যা মুখোপাধ্যায়,Sandhya Mukherjee,গানের জগত,Music World

সুরের জগতে একের পর এক নক্ষত্র পতন। সরস্বতী পুজোর পরের দিনেই প্রয়াত হয়েছেন সুরের দেবী সরস্বতী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। সেই ক্ষত শুকানোর আগেই গতকাল রাতেই প্রয়াত হয়েছেন বাংলার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। প্রিয় শিল্পী হারিয়ে যখন গভীর শোকে ডুবে রয়েছে গোটা বাংলা ঠিক তখনই সবাইকে একেবারে চমকে দিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার কাক ভোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের ‘গোল্ডেন গায়ক’ বাপ্পী লাহিড়ী (Bappi Lahiri)।

বলা হয় শিল্পীদের কখনও মৃত্যু হয় না। এই একই কথা খাটে দেশের প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী বাপ্পী লাহিড়ী তথা আমাদের সকলের প্রিয় বাপ্পীদার ক্ষেত্রেও। তাই আজ তাঁর মৃত্যু হলেও, দেশের হাজার হাজার সঙ্গীত প্রেমীদের কাছে থেকে যাবে তাঁর তৈরি করা অসংখ্য কম্পোজিশন। বাপ্পী লাহিড়ীর আসল নাম অলোকেশ লাহিড়ী। ১৯৫২ সালের ২৭ শে নভেম্বর, পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

বাপ্পী লাহিড়ী,Bappi Lahiri,লতা মঙ্গেশকর,Lata Mangeshkar,সন্ধ্যা মুখোপাধ্যায়,Sandhya Mukherjee,গানের জগত,Music World
প্রবাদপ্রতিম শিল্পী বাপ্পী লাহিড়ীর ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল প্রবল। বাজাতে পারতেন তবলা, পিয়ানো, ড্রাম সহ অন্যান্য বাদ্যযন্ত্র। শুধু তাই নয় হিন্দি, বাংলা সহ একাধিক ভাষায় সুপারহিট গান গেয়ে মন ভরিয়ে দিয়েছেন শ্রোতাদের। একসময় ‘দাদু’ চলচ্চিত্রের মাধ্যমে হাতেখড়ি হয়েছিল তার। প্রকৃত পক্ষে তিনি ছিলেন ‘ট্রেন্ড সেটার’। তাই তার হাত ধরেই আশির দশকে বলিউডে চালু হয়েছিল ডিস্কো গানের ট্রেন্ড।

বাপ্পী লাহিড়ী,Bappi Lahiri,লতা মঙ্গেশকর,Lata Mangeshkar,সন্ধ্যা মুখোপাধ্যায়,Sandhya Mukherjee,গানের জগত,Music World

যা কখনও সমৃদ্ধ করেছে গোটা সঙ্গীত জগৎকে। তবে শুধু গান নয় বাপ্পী লাহিড়ীর কথা উঠলেই আমাদের সামনে ভেসে ওঠে আরও একটি শব্দ। তা হল সোনা। অনুরাগীদের কাছে সোনা আর বাপ্পী লাহিড়ী যেন প্রকৃতপক্ষে একে অপরের পরিপূরক। সোনার প্রতি বাপ্পী লাহিড়ীর ভালোবাসার কথা অজানা নয় কারও কাছেই। তাই সবসময় নিজেকে সোনায় মুড়ে রাখতেই ভালোবাসতেন এই বর্ষীয়ান সঙ্গীত শিল্পী।

বাপ্পী লাহিড়ী,Bappi Lahiri,লতা মঙ্গেশকর,Lata Mangeshkar,সন্ধ্যা মুখোপাধ্যায়,Sandhya Mukherjee,গানের জগত,Music World

তাই সর্বক্ষণ গলায় সোনার অসংখ্য মোটা চেন , হাতে সোনার আংটি সহ অনান্য অলঙ্কার পরে থাকতে দেখা যেত তাকে। ২০১৪ সালে বিজেপির তরফে নির্বাচনে দাঁড়িয়ে সম্পত্তির ডিক্লারেশনে বাপ্পী লাহিড়ী জানিয়েছিলেন তাঁর কাছে মোট ৭৫৪ গ্রাম সোনা রয়েছে৷ সেসময় যার আনুমানিক মূল্য ছিল ১৭ লাখ টাকা। তবে শুধু সোনা নয় দামি গাড়িরও সখ ছিল শিল্পীর।বাপ্পি লাহিড়ির কাছে বিএলডাব্লু, আউডি এবং টেসলার মতো অত্যন্ত দামি গাড়িও ছিল৷ জানা যায় বাপ্পী লাহিড়ীর মুম্বাইয়ের বাড়ির মূল্য ৩ কোটি টাকা।সব মিলিয়ে প্রায় ২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥