• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত্যুর ৬ মাস পর পর্দায় ফিরছেন বাপ্পি লাহিড়ী! টিভিতে সম্প্রচারিত হচ্ছে তাঁর শেষ রিয়ালিটি শো

কথায় আছে ‘শিল্পীর মৃত্যু হয় না, নিজের কাজের মধ্যে দিয়েই জীবিত থাকেন তিনি’। তেমনই গানের মধ্যে দিয়েই যেন আরও একবার বেঁচে উঠলেন সকলের প্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী। তবে আফশোস একটাই বড্ড দেরি হয়ে গেল! দীর্ঘ ৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) মৃত্যুর ৬ মাস পর অবশেষে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত (Telecast) হতে চলেছে তাঁর শেষ রিয়েলিটি শো (Last Reality Show) ‘সুরোঁ কা একলব‍্য- আন্দাজ ওহি আওয়াজ নয়ি’ (Suron Ka Eklabya-Andaz Wahi Awaz Nayi) ।

২০১৭ সালে প্রথমবার প্রকাশ্যে এসেছিল এই শোয়ের প্রথম প্রোমো। চলতি মাসেই দূরদর্শনের (Durdarshan) পর্দায় সম্প্রচার শুরু হয়েছে এই রিয়েলিটি শোয়ের। জানা যাচ্ছে প্রতি শনি ও রবিবার রাত ৮টা থেকে ৯টা টিভির পর্দায় সম্প্রচারিত হয় এই শো। সাই বাবা স্টুডিওর গজেন্দ্র সিং  প্রযোজিত এই রিয়েলিটি শোতে বাপ্পি লাহিড়ী ছাড়াও বিচারকের আসনে দেখা যাবে ইসমাইল দরবার এবং যতীন পন্ডিতের মতো সঙ্গীত ব্যাক্তিত্বদের।

   

বাপ্পি লাহিড়ী,Bappi Lahiri,সম্প্রচারিত,Telecast,শেষ রিয়েলিটি শো,Last Reality Show,সুরোঁ কা একলব‍্য,Suron Ka Eklabya,দূরদর্শন,Durdarshan

৫ বছর আগে এই শোয়ের থিম সং গেয়েছিলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার শান। প্রকাশ্যে আসা সেই প্রোমোতে শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল আভাস যোশীকে। মোট ৫২টি পর্বের এই শোকে মোট তিন ভাগে ভাগ করা হয়েছিল। যার মধ্যে প্রথমেই ছিল অডিশন, গালা রাউন্ড এবং ফিনালে। সবশেষে যে প্রতিযোগী জয়ী হবেন সেই পাবেন সুরের একলব্য উপাধি।

কিন্তু সবকিছুর পরেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। সেটা হল এত দেরি করে শো শুরু হওয়ার কারণ কি?আসলে সম্প্রচার শুরু আগে এই শোটি বেশ কিছু আইনি জটিলতার মুখে পড়েছিল। আর সেইসব সমস্যা মেটার পর অবশেষে মিলেছে ছাড়পত্র। কিন্তু দুঃখের বিষয় এই যে সেই সম্প্রচার নিজের চোখে আর দেখে যেতে পারলেন না কিংবদন্তি শিল্পী তথা ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী।

জানা যায় এই রিয়েলিটি শো চলাকালীন প্রতিযোগীদের চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল প্রবীণ গায়কদের সিগনেচার স্টাইল বজায় রাখার পাশাপাশি নিজস্বতা ধরে রেখে গান গেয়ে নতুনের সাথে পুরনো প্রজন্মের গানের মেলবন্ধন ঘটাতে হবে। প্রতি সপ্তাহেই নিজেদের গানের মধ্যে দিয়েই এই শোয়ের প্রতিযোগীরা লতা মঙ্গেশকর, মহম্মদ রফি এবং কিশোর কুমারের মতো কিংবদন্তি সঙ্গীত শ্রষ্ঠাদের শ্রদ্ধা জানাবেন।