• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘তোমাকে খুব মিস করব দাদু’ বাপ্পী লাহিড়ীর প্রয়াণে বাকরুদ্ধ আদরের নাতি রেগো

গতকাল সকাল থেকেই কিংবদন্তী সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) প্রয়াণের খবরে ছয়লাপ সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। বলিউডের ‘ডিস্কো কিং’ (Disco King) -য়ের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা সঙ্গীত জগতে। আত্মীয় পরিজন থেকে শুরু করে অসংখ্য অনুরাগী একথা সকলেই একবাক্যে স্বীকার করে নেবেন বাপ্পী লাহিড়ীর মতো মানুষ হয় না,তাই একেবারে খাঁটি সোনায় মোড়া ছিল তাঁর মনটাও।

বাপ্পি লাহিড়ীর দুই সন্তান। তাদের মধ্যে একজন মেয়ে রিমা লাহিড়ী এবং অপরজন ছেলে বাপ্পা লাহিড়ী। এই রিমা লাহিড়ীর ছেলেই হলেন স্বস্তিক স্বস্তিক বানসাল (Swastik Bansal)।তবে দাদু বাপ্পি লাহিড়ী তাকে ভালোবেসে ডাকতেন রেগো (Rego)বলেই। এই আদরের নাতি রেগোরই গাওয়া গান ‘বাচ্চা পার্টি’র প্রচারে শেষবার টিভির পর্দায় দেখা গিয়েছিল ‘ডিস্কো কিং’কে।

   

Bappi Lahiri,বাপ্পি লাহিড়ি,Grandson,নাতি,Rego,রেগো,Social Media,সোশ্যাল মিডিয়া,Emotional Post,আবেগপ্রবণ পোস্ট

সালমানের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের মঞ্চেই শেষবার দেখা গিয়েছিল তাঁকে।উল্লেখ্য বিগ বসের ওই এপিসোডেই বলিউড ইন্ডাস্ট্রিতে বাপ্পি লাহিড়ির ৫০ বছর পূর্তিরও উদযাপন করা হয়। প্রিয় দাদুকে হারিয়ে থেকে থেকে কেঁদে উঠছে রেগো। সোশ্যাল মিডিয়ায় গতকাল দাদু বাপ্পি লাহিড়ির একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন নাতি স্বস্তিক।

Bappi Lahiri,বাপ্পি লাহিড়ি,Grandson,নাতি,Rego,রেগো,Social Media,সোশ্যাল মিডিয়া,Emotional Post,আবেগপ্রবণ পোস্ট

ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা স্বস্তিকের এই ছবিতে দেখা যাচ্ছে সাদার ওপর নীল ছাপা পোশাক পরে রয়েছেন সকলের প্রিয় বাপ্পি। চোখে সানগ্লাস আর গা-ভর্তি সোনার গয়না পরে চিরাচরিত হাসিমুখে দেখা গেল তাকে। দাদুর এই ছবিটি পোস্ট করে রেগো লিখেছে, ‘তোমাকে খুব মিস করব দাদু। শান্তিতে থেকো। ভালোবাসি তোমায়’।

Bappi Lahiri,বাপ্পি লাহিড়ি,Grandson,নাতি,Rego,রেগো,Social Media,সোশ্যাল মিডিয়া,Emotional Post,আবেগপ্রবণ পোস্ট

দাদু বাপ্পি লাহিড়ির সঙ্গে নাতি স্বস্তিকের ছিল দারুন বন্ডিং। দাদুর হাত ধরেই সে মিউজিক ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয়েছে তার। এই খুদে শিল্পীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিলেই দেখা যাবে মাঝে মধ্যেই আদরের দাদুর সাথে একাধিক ছবি রয়েছে রেগোর। উল্লেখ্য মঙ্গলবার রাতে মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর ছেলে বাপ্পা ফিরতেই আজই শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর।