একসপ্তাহ পেরিয়েছে প্রয়াত হয়েছেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। এখনও তাঁর গানের সুর চারিদিকে ভেসে বেড়াচ্ছে। বাপ্পিদা চলে গিয়েছেন এটা এখনও পর্যন্ত মেনে নিতে পারছে না অনেকেই। তবে এবার বাবাকে নিয়ে মন্তব্য করল ছেলে বাপ্পা লাহিড়ি। যা শুনে হয়তো অবাক হয়ে যেতে পারেন আপনিও। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে বাবার সম্পর্কে বেশ কিছু তথ্য ভাগ করে নিয়েছেন ছেলে বাপ্পা লাহিড়ি (Bappa Lahiri)।
বাবার স্মৃতিচারণা করতে গিয়ে বাপ্পা লাহিড়ি জানান, নিজের সাজ পোশাক নিয়ে বেশ খুঁতখুঁতে ছিলেন বাবা। বাড়ি থেকে বেরোনোর সময় চোখের সানগ্লাস থেকে গয়না বেশ গুছিয়ে নিয়ে তবেই বেরোতেন। রোদ ঝলমলে দিন হোক বা রাতের বেলা সর্বদাই চোখে ব্ল্যাক সানগ্লাস রাখতেন। এমনকি শেষ যাত্রাতেও বাবার চোখে সানগ্লাস ছিল।
ছেলের মতে, ‘বাবা এক ও অদ্বিতীয় ছিলেন। তাঁর মত গায়ক কোথাও শুনিনি। এখনও বিশ্বাসই করে উঠতে পারছি না যে তিনি নেই’। এরপর ছোটবেলার কথায় ফিরে যান বাপ্পা। তিনি জানেন, ছোট বেলায় স্কুলে তাকে নিয়ে বন্ধুরা হাসি ঠাট্টা করত। কারণ বাবার জামাকাপড় নিয়ে মস্করা করত সবাই। যার জেরে তিনি বাবাকে প্রশ্ন করতেন, সকাল ৬টার সময় কেন চোখে কালো চশমা পরো?
ছেলেবেলার স্মৃতি শেয়ার করে বাপ্পা জানান যে শেষকৃত্য শেষ হলেও এখুনি বিদেশে ফিরছেন না তিনি। বাবাকে হারিয়ে মা একা হয়ে গিয়েছে, তাই মায়ের সাথে কিছুদিন সময় কাটাতে হবে। বাপ্পার মতে, মায়ের সারাটা জীবন বাবাকেই নিয়েই কেটেছে। এখন একা হয়ে গিয়েছে, তাই মায়ের সাথে থাকব। এক রাখবো না আগামী বেশ কিছুদিন।
তাঁর কথাই আরও জানা গেল বিগত মাসের বেশিরভাগ দিনগুলো বাপ্পি লাহিড়ী হাসপাতালেই কাটিয়েছেন। সেখানে শুয়ে শুয়েই গান গাইতেন এমনকি একদিন তো চিৎকার করে গান গাইতে শুরু করেন। যে কারণে ধমক খেতে হয়েছিল মায়ের থেকে। তবে ১৪ই ফেব্রুয়ারি থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন বাপ্পি।
১৫ই ফেব্রুয়ারি প্রয়াত হন বাপ্পি লাহিড়ি। জানানো হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার (OSA) এর কারণে মৃত্যু হয়েছে। যেটা আসলে ঘুমন্ত অবস্থায় হওয়া শ্বাসকষ্ট। তবে ছেলের মতে হয়তো বাবার হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিলে। তবে তাঁর চলে যাওয়াটা বড়ই দুঃখের। সংগীত জগতে বিগত কিছুদিন বড়সড় ক্ষতি হয়ে গিয়েছে।