• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Big Breaking: মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত ‘গোল্ডেন ম্যান’ বাপ্পি লাহিড়ী, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর

জানা নেই কার অভিশাপ লেগেছে। রোজ সকালে একের পর এক দুঃসংবাদ শুনে ঘুম ভাঙছে বাঙালির। একটা ক্ষত সারতে না সারতেই ফের আঘাতের পর আঘাত এসে লাগছে। আজ সকালেই মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হন গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

এদিকে গতকালকেই প্রয়াত হয়েছেন স্বর্ণযুগের প্রবাদপ্রতিম শিল্পী শ্রদ্ধেও সন্ধ্যা মুখোপাধ্যায়। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সারা বাংলা জুড়ে। এদিকে কোনোওরকম পূর্বাভাস ছাড়াই আচমকা আজ সকালে খবর আসে বাপ্পী লাহিড়ীর প্রয়াণের।জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে প্রাণ যায় তাঁর। গীতিকার এবং সুরকার বাপ্পি লাহিড়ীর আচমকা মৃত্যু সংবাদে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত জগত।

   

বাপ্পী লাহিড়ী,মুম্বই,সঙ্গীত,গান,প্র‍য়াত,bappi lahiri died,bappi lahiri,song

দিন কয়েক আগেই ভুয়ো খবর রটেছিল ফুসফুসের অসুখের জেরে নাকি নিজের কন্ঠস্বর হারাতে বসেছেন বাপ্পী লাহিড়ী। কথা টুকুও নাকি বলতে পারছিলেন না তিনি। এই খবর কানে যাওয়া মাত্রই নিজের অসুস্থতার খবর নস্যাৎ করে বাপ্পী লাহিড়ী জানিয়েছিলেন, ‘আমার শরীর নিয়ে কিছু মিথ্যা খবর পড়ে ব্যথিত আমি। আমার ফ্যান ও শুভাকাঙ্খীদের আশীর্বাদে আমি সুস্থ আছি।’ কিন্তু সেবার জোর গলায় ভালো আছি বললেও, এবার কাউকে না জানিয়েই নিভৃতে সুরের দেশে পাড়ি দিলেন বাপ্পী লাহিড়ী।

বাপ্পী লাহিড়ী,মুম্বই,সঙ্গীত,গান,প্র‍য়াত,bappi lahiri died,bappi lahiri,song

১৯৫২ সালের ২৭ শে নভেম্বর কলকাতায় জন্ম হয় বাপ্পী লাহিড়ীর। শৈশব থেকেই সঙ্গীতের সাথে ছিল তার সখ্যতা। বলিউডের চলচ্চিত্রে জনপ্রিয় করে তোলেন রক ধারার গান। জয় করে নিয়েছিলেন কোটি শ্রোতার হৃদয়। সঙ্গীত পরিচালনাতেও সমান খ্যাতিমান ছিলেন, বাপ্পী লাহিড়ী। তার পুরো নাম অলকেশ লাহিড়ী।

site