• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পবনদীপের কণ্ঠে মুগ্ধ হয়ে নিজের সোনার চেন উপহার দিয়েছিলেন বাপ্পি লাহিড়ি, ভাইরাল পুরোনো ভিডিও

Published on:

Bappi Lahiri gave pawandeep golden chain

সম্প্রতি প্রিয় হয়েছেন বিখ্যাত সুরকার তথা গায়ক বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। দশকের পর দশক তাঁর গান মুগ্ধ করে এসেছে শ্রোতাদের। এমনকি আজও তাঁর গান একই রকম অমলীন, আর আগামী দিনেও থাকবে। দুর্দান্ত গানের পাশাপাশি আরও একটা কারণে বেশ পরিচিত ছিলেন তিনি। সোনার প্রতি বিশেষ আকর্ষণ ছিল বাপ্পি লাহিড়ীর। আর যখন কারোর ওপর খুব খুশি হতেন তখন নিজের সোনাকেই উপহার হিসাবে তুলে দিতেন।

পবনদীপ রাজন (Pawandeep Rajan) নামটা বর্তমানে সকলের কাছেই বেশ পরিচিত। ইন্ডিয়ান আইডল ১২ এর বিজেতা হিসাবে আজ তাকে দেশ তো বটেই বিদেশের লোকেও চিনে গিয়েছে। তবে পবনদীপ যে অনেক আগে যাবে এটা শুরুতেই বুঝতে পেরেছিলেন বাপ্পি দা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে একবার অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। সেই সময় হারমোনিয়ামে সুর তুলে ‘অ্যায়তবার’ সিনেমা থেকে ‘কিসি নাজারকো তেরা ইন্তেজার আজ ভি হ্যায়’ গানটি গেয়ে শুনিয়ে ছিল পবনদীপ।

Bappi Lahiri,Pawandeep Rajan,বাপ্পি লাহিড়ী,পাবনদীপ রাজন,পবনদীপকে সোনার চেন দিলেন বাপ্পি লাহিড়ী,Bappi Lahiri Gold Addiction,Bappi Lahiri Gold Love,Bappi Lahiri Gold Chains

পবনদীপের গলায় গানটি শুনে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। এতটাই মুগ্ধ হয়েছিলেন যে বাপ্পি লাহিড়ী পবনদীপকে একটি সোনার চেন উপহার দিয়েছিলেন। অবশ্য শুধু বাপ্পি লাহিড়ী নয়, বাকি বিচারক তথা দর্শকেরাও মুগ্ধ হয়েছিলেন পবনদীপের সেই গানে। সম্প্রতি সেই পুরোনো ভিডিও আবারও ভাইরাল হতে শুরু করেছেন নেটপাড়ায়। অবশ্য শুধু সোনার চেন নয়, নিজের তবলায় পবনদীপকে উপহার দিয়েছিলেন তিনি।

বাপ্পি লাহিড়ীর প্রয়াণের খবর পাওয়ার পর পবনদীপ নিজেও তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। লতা মঙ্গেশকের সাথে কিশোর বয়সের বাপ্পি লাহিড়িকে দেখতে পাওয়া যাচ্ছে। ছবিটি শেয়ার করে পবনদীপ ক্যাপশনে লিখেছেন, ‘ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির দুই আইকন একে অপরের কয়েকদিনের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন। গানের জগতে একটা শূন্যতা! আপনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। আপনার আত্মার চিরশান্তি কামনা করি’।

আসলে টলিউডের গান হোক বা বলিউডের সর্বত্রই সুপারহিট সমস্ত গান উপহার দিয়েছেন বাপ্পি দা। তাই তাঁর প্রয়াণের পর তাঁর সম্পর্কে নানা তথ্য সামনে উঠে আসছে। পুরোনো স্মৃতির পাতা থেকে অনেকেই নিজেদের  মত করে শেয়ার করে নিচ্ছেন। আর এর মাঝেই পবনদীপের হাতে নিজের সোনার চেন তুলে দেওয়ার পুরোনো ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥