• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুম্বা দার সঙ্গে গান গেয়ে মঞ্চ কাঁপিয়েছিলেন বাপ্পী লাহিড়ী! এটিই ছিল তাঁর শেষ স্টেজ পারফরম্যান্স

বাপ্পী লাহিড়ী,প্রসেনজিৎ চ্যাটার্জি,চিরদিনি তুমি যে আমার,গান,ভাইরাল ভিডিও,Bappi Lahiri,Prosenjit Chatterjee,song,chirodini tumi j amar,viral video

বাপ্পী লাহিড়ী (Bappi Lahiri) প্রয়াত হয়েছেন গত ১৬ ই ফেব্রুয়ারী। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রাণ যায় তাঁর। দেখতে দেখতে প্রায় ২ সপ্তাহ কেটে গেল ‘ডিস্কো কিং’ বাপ্পী লাহিড়ী আর আমাদের মধ্যে নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। আরও বেশ কিছু বছর তাঁর সঙ্গীত জগতে থাকা উচিৎ ছিল, এমনটাই মত তাঁর অনুরাগীদের। কিন্তু মৃত্যুর চেয়ে বড় সত্যি তো আর কিছুই হয়না, সেকারণেই তার প্রয়াণও মেনে নেওয়া ছাড়া কোনোও উপায় নেই।

তার অকাল প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। তবে তিনি না থাকলেও রয়ে গিয়েছে ‘ডিস্কো কিং’ এর অপার গানের ভাণ্ডার। বলিউড থেকে শুরু করে টলিউড একসময় দাপিয়ে গান গেয়ে বেড়িয়েছেন তিনি। তার গানেই ঠোঁট মিলিয়েছে চিরঞ্জিত, প্রসেনজিৎ থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর মতো প্রথম সারির নায়কেরা।

cropped-Bappi-Lahiri.jpg

তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাপ্পী লাহিড়ীর একাধিক ভিডিও। কিন্তু আজ যে ভিডিও আপনাদের দেখাব তার একটা অন্য গুরুত্বও রয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে একই মঞ্চে একসঙ্গে গান ধরেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং বাপ্পী লাহিড়ী।

বাপ্পী লাহিড়ী,প্রসেনজিৎ চ্যাটার্জি,চিরদিনি তুমি যে আমার,গান,ভাইরাল ভিডিও,Bappi Lahiri,Prosenjit Chatterjee,song,chirodini tumi j amar,viral video

কিশোর কুমারকে সম্মান জানিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি ‘অমর সঙ্গী’ সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘চিরদিনি তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই’ গাইতে শোনা যায় বাপ্পী লাহিড়ীকে। আর তার সঙ্গেই গলা মেলান স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চ্যাটার্জি। তাদের এই অসাধারণ যুগলবন্দি মন কেড়েছে দর্শকদের। বাপ্পী লাহিড়ীর পাশাপাশি প্রসেনজিৎ এর গানের ও প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকের মতে এটিই বাপ্পী লাহিড়ীর শেষ স্টেজ পারফরম্যান্স। বলাই বাহুল্য এই মুহুর্তে বেজায় ভাইরাল এই ভিডিও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥