• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজই হবে বাংলার ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ির শেষকৃত্য, বিদেশ থেকে বাড়ি ফিরল ছেলে বাপ্পা লাহিড়ী

Published on:

বাপ্পি লাহিড়ী,Bappi Lahiri,বাপ্পা লাহিড়ী,Bappa Lahiri,শেষকৃত্য,Funeral,মুম্বাই,Mumbai

মঙ্গলবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কালজয়ী সঙ্গীত শীল্পী বাপ্পি লাহিড়ী। সারাক্ষণ হাসিখুশি, প্রাণখোলা বাপ্পিদার এমনভাবে নীরবে চলে যাওয়া মানতে পারছেন না কেউই। তাই গতকাল এমন একটা দুঃসংবাদ কানে আসার পর থেকে সমানে হাহুতাশ করে চলেছেন অসংখ্য অনুরাগী। গতকাল সকালে মৃত্যু সংবাদ প্রকাশ্যে এলেও ‘ডিস্কো কিং’-এর মৃত্যু হয়েছিল মঙ্গলবার রাতেই।

মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে এদিন মাত্র ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তী বঙ্গ সন্তান। গতকাল বাপ্পি লাহিড়ির পরিবারের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘আমাদের কাছে এটা চরম শোকের একটা মুহূর্ত। আমাদের প্রিয় বাপ্পিদা আমাদের ছেড়ে পরোলোকে পাড়ি দিয়েছেন…. ওঁনার আত্মার জন্য দয়া করে শান্তি কামনা করুন’।

বাপ্পি লাহিড়ী,Bappi Lahiri,বাপ্পা লাহিড়ী,Bappa Lahiri,শেষকৃত্য,Funeral,মুম্বাই,Mumbai

জানা গেছে গত মাস থেকেই একটানা ২৯দিন মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন দেশের এই গোল্ডেন গায়ক। কিন্তু আশ্চর্যের বিষয় সেকথা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। দীর্ঘ চিকিৎসার ফর ১৫ সোমবারই বাড়ি ফিরেছিলেন বাপ্পিদা। কিন্তু মঙ্গলবার দুপুরে তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটলে, আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর তিনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA) এবং বুকে সংক্রমণে ভুগছিলেন। মঙ্গলবার রাতেই ১১.৪৫ মিনিটে মৃত্যু হয় তাঁর।

বাপ্পি লাহিড়ী,Bappi Lahiri,বাপ্পা লাহিড়ী,Bappa Lahiri,শেষকৃত্য,Funeral,মুম্বাই,Mumbai

উল্লেখ্য বাপ্পি লাহিড়ির দুই সন্তান মেয়ে রিমা লাহিড়ি ও ছেলে বাপ্পা লাহিড়ি। তিনি বিদেশে ছিলেন। বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর আজ সকালেই স্ত্রী কন্যা নিয়ে লস অ্যাঞ্জেলেস থেকে মুম্বাই ফিরে এসেছেন বাপ্পা। তার অপেক্ষাতেই ছিলেন গোটা পরিবার। তাই বুধবার শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়নি। একমাত্র ছেলে বাপ্পা ফিরতেই আজই সম্পন্ন হবে এই কিংবদন্তী শিল্পীর শেষ কৃত্য।

বাপ্পি লাহিড়ী,Bappi Lahiri,বাপ্পা লাহিড়ী,Bappa Lahiri,শেষকৃত্য,Funeral,মুম্বাই,Mumbai
জানা যাচ্ছে আজই মুম্বইয়ের পবনহংস মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে এই বাঙালি সংগীত শিল্পীর। উল্লেখ্য বাপ্পি লাহিড়িকে গত বছরের নভেম্বরেই দেখা গিয়েছিল হিন্দি সারেগামাপায়ের মঞ্চে। এরপর শেষবার তাঁকে দেখা যায় সালমান খানের বিগ বসের মঞ্চে। নাতি স্বস্তিকের গান ‘বাচ্চা পার্টি’র প্রচারে সেখানে পৌঁছেছিলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥