তুলি আর কলমের জাদুকর নারায়ণ দেবনাথ (Narayan Debnath) এবং তাঁর কালজয়ী সৃষ্টি ‘বাঁটুল দি গ্রেট’ (Bantul The Great) না থাকলে বোধ হয় আমাদের ছোটবেলাটা এত সুন্দর হতো না। রোগা পাটকাঠির তকমা পাওয়া হাফ প্যান্ট পরা বাঙালি যুবক বাঁটুলের কাঁধে ভর দিয়েই বাঙালি প্রথম চিনেছে সুপারহিরোর ‘লার্জার দ্যান লাইফ’-এর দুনিয়া।
১৯৬৫ সালে শুকতারায় প্রথমবার বেরোনোর পর একসময় দেব সাহিত্য কুটির থেকে খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়েছে নারায়ণ দেবনাথের এই অনবদ্য সৃষ্টি। তবে এখন এই বইগুলি একত্রে বের হয়েছে।এছাড়া বর্তমানে জি বাংলায় বাঁটুলের কাহিনীগুলি অ্যানিমেটেড ভিডিও আকারে সম্প্রচারিত হয়। অ্যানিমেটেড এই ভিডিওতে বাঁটুলের ভয়েস ওভার দিয়েছেন জনপ্রিয় ভয়েস ওভার আর্টিস্ট (Voice Over Artist) নরেন ভট্টাচার্য (Naren Bhattacharya)।
এছাড়া একসময় সনি আটের ‘আহটে’ অনেক চরিত্রে ভয়েস ওভার দিয়েছেন তিনি। বর্তমানে এই গুণী শিল্পীকে দর্শক দেখছেন টিভি সিরিয়ালে। এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। বর্তমানে এই সিরিয়ালেই একটি গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে (Side Role) অভিনয় করছেন এই জনপ্রিয় কন্ঠ শিল্পী।
প্রসঙ্গত এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই সিরিয়ালের নায়িকা দীপা এই মুহূর্তে পাতানো দাদা তবলার সাথে তার গ্রামের বাড়ি হৃদয়পুরে এসে রয়েছে। সেখানেই তবলার দাদার চরিত্রে অভিনয় করছেন নরেন ভট্টাচার্য। তাকে সিরিয়ালে দীপার মেয়ে সোনা বড়মামু বলে ডাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে করা একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে।
সম্প্রতি এই সিরিয়ালে তাঁর অভিনয়ের একটি দৃশ্যের ছবি শেয়ার করে একজন লিখেছেন ‘অনুরাগের ছোঁয়া’য় তবলার ভাই এর চরিত্রের এই লোকটির কন্ঠ খেয়াল করেছেন? যদি আমি ভুল না হই এই মানুষটি জি বাংলার “বাটুল দি গ্রেট” এর ভয়েস ওভার আর্টিস্ট। পাশাপাশি সনি আটের আহাটে অনেক চরিত্রে ভয়েস ওভার করেছেন’। উল্লেখ্য খোঁজ নিয়ে জানা গিয়েছে উনি সত্যিই ‘বাঁটুল দি গ্রেট’-এর ভয়েস ওভার আর্টিস্ট।