• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এপ্রিলে মাসের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে রাখুন ছুটির দিনগুলি

ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিগত কাজে ব্যাঙ্ক (Bank) অত্যাবশ্যক। টাকার লেনদেন থেকে শুরু করে টাকা পাঠানো, ড্রাফট ছাড়াও নানান কাজে ব্যাঙ্কে যাবার প্রয়োজন পরে। আর কাজের জন্য যদি ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হয় তাহলে সত্যি মেজাজ ঠিক থাকে না। বর্তমানে মাসে মোট ৬ দিন বন্ধ থাকে ব্যাংকগুলি চারটি রবিবার ছাড়াও সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলি। কিন্তু এপ্রিল মাসে সব মিলিয়ে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

এপ্রিলের আগে ২৭-২৯শে মার্চ পর্যন্তও বন্ধ থাকবে ব্যাংকগুলি। তাই ঝটপট দেখে নিন ব্যাঙ্কের এই ছুটির তালিকা (Bank Holiday List)। এতে কাজের সুবিধা হবে ও ব্যাঙ্ক খোলা দিনগুলি অনুসারে কাজের পরিকল্পনাও করা যাবে। প্রসঙ্গত, মার্চ মাস হল ফিনান্সিয়াল ইয়ার এন্ড যার ফলে মার্চ মাসে ব্যাঙ্কে চাপ স্বাভাবিকের থেকে বেশিই থাকে।

   

ব্যাঙ্কিং ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে এপ্রিল মাস পর্যন্ত ছুটির দিনের তালিকাঃ 

  • ২৭ শে মার্চ – চতুর্থ শনিবার
  • ২৮ শে মার্চ – রবিবার
  • ২৯ শে মার্চ – হোলি
  • ১ লা এপ্রিল – ব্যাঙ্ক ক্লোজিং (বার্ষিক)
  • ২ এপ্রিল – গুড ফ্রাইডে
  • ৪ এপ্রিল – রবিবার
  • ৫ এপ্রিল – বাবু জগজীবন রামের জন্মদিন (শুধুমাত্র হায়দ্রাবাদে)
  • ১০ এপ্রিল – মাসের দ্বিতীয় শনিবার
  • ১১ এপ্রিল – রবিবার
  • ১৪ এপ্রিল – বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন এবং কিছু রাজ্যে নববর্ষ উৎসব।
  • ১৫ এপ্রিল – বাংলা নববর্ষ (পশ্চিমবঙ্গের জন্য)
  • ১৬ এপ্রিল – বোহাগ বিহুর (অসমের জন্য)
  • ১৮ এপ্রিল – রবিবার
  • ২১ এপ্রিল – শ্রীরাম নবমী (কিছু রাজ্যের জন্য)
  • ২৪ এপ্রিল – মাসের চতুর্থ শনিবার
  • ২৫ এপ্রিল – রবিবার
site