• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় থেকে গান সবেতেই জুটেছে কটাক্ষ! এবার নতুন প্রতিভা, কবি হয়ে আবৃত্তি পাঠ করবেন হিরো আলম

Updated on:

Bangladeshi superstar Hero Alom will recite a poem in a movie

অভিনয় থেকে শুরু করে গান হয়ে আবৃত্তি, ওপার বাংলার সুপারস্টার (Bangladeshi actor) হিরো আলম (Hero Alom) পারেন না এমন বোধহয় কিছুই নেই। নিজের এই ‘বহুমুখী প্রতিভার’ সৌজন্যে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামেও চলে আসেন তিনি। হিরো আলমকে নিয়ে দেদার চর্চাও চলতে থাকে।

ওপার বাংলার এই সুপারস্টার যা করেন তাই নিয়েই নেটিজেনদের হাসিঠাট্টা শুরু হয়ে যায়। তাতে যদিও হিরো আলম দমে যাননি। বরং নতুন নতুন চমক নিয়ে হাজির হয়ে যান তিনি। এবার যেমন সম্পূর্ণ এক নতুন রূপে বড় চমক দিতে আসছেন এই সুপারস্টার।

Hero Alom singing

শীঘ্রই আসতে চলেছে হিরো আলমের নতুন ছবি ‘হাসিওয়ালা’। এটি মাত্র ৮ মিনিটের একটি ‘পোয়েট্রিকাল ফিল্ম’। আর এই ছবির মাধ্যমেই বড় চমক দিতে চলেছেন তিনি। ‘হাসিওয়ালা’য় কবিতা পাঠ করবেন হিরো আলম। তাঁর নিজের জীবনের ওপর লেখা একটি কবিতাই দর্শকদের পাঠ করে শোনাবেন।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘হাসিওয়ালা’র নতুন পোস্টার। সেখানে একেবারে ভিন্ন অবতারে ধরা দিয়েছেন তিনি। এক ঝলক দেখে তাঁকে চেনাও দায়। পোস্টারে দেখা যাচ্ছে, অভিনেতার পরনে রয়েছে ধুতি পাঞ্জবাই, গলায় একটি চাদর, মাথায় উসকো খুসকো চুল আর চোখে মোটা ফ্রেমের একটি চশমা।

Hasiwala Hero Alom movie

সংবাদমাধ্যমকে হিরো আলম জানান, গত দু’মাস ধরে তিনি আবৃত্তির চর্চাও করেছেন। নিজের উচ্চারণ স্পষ্ট করেছেন। তবে এত কিছুর পরেও তাঁর পাঠ করা আবৃত্তি যদি দর্শকদের ভালো না লাগে তাহলে আর কোনোদিন তিনি কবিতা পাঠ করবেন না বলে জানান।

প্রসঙ্গত, হিরো আলম এর আগে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি গেয়ে তুমুল বিতর্কে জড়িয়েছিলেন। তাঁর বিরুদ্ধে উঠেছিল গান বিকৃত করার মতো গুরুতর অভিযোগ। নানান ধরণের কটাক্ষেরও সম্মুখীন হয়েছিলেন ওপার বাংলার এই সুপারস্টার। তাঁকে দিয়ে পরে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছিল যে তিনি আর কখনও রবীন্দ্রসঙ্গীত গাইবেন না। নিজের ভুলও স্বীকার করে নিয়েছিলেন হিরো আলম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥