সোশ্যাল মিডিয়াতে সারাদিনে হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) রোজ চোখে পরে। লক্ষাধিক ভিডিও আপলোড হলেও সব কিন্তু ভাইরাল ভিডিও হয় না। আবার কখন যে কি ভাইরাল হয়ে যায় তা আগে থেকে বলা প্রায় অসম্ভব। কখনো ভিডিও তো কখনো ভিডিওর শুধুমাত্র একটা লাইনই যথেষ্ট ভাইরাল হয়ে পড়ার জন্য। যেমন বেশ কিছুদিন আগে ‘বিনোদ’ ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল। ইউটিউব ইনস্টাগ্রাম থেকে টুইটার ফেসবুক সর্বত্রই দেখা গিয়েছিল বিনোদ।
সম্প্রতি ফেসবুক থেকে ইন্সটাগ্রাম সর্বত্র দেখা যাচ্ছে ‘দামে কম, মানে ভাল…’! এতক্ষনে হয়তো আপনারও চোখে পরেই গেছে এই লাইনটি। কিন্তু হটাৎ কি এমন হল যে সকলে মিলে এই ‘দামে কম, মানে ভাল…’ কমেন্ট করতে শুরু করেছে! অধিকাংশ লোকেই এটি দেখলেও এর মানে বুঝ উঠতে পারছেন না। এবার এর উত্তর নিয়েই হাজির হয়েছি।
সোশ্যাল মিডিয়াতে সাইক্লোনের গতিতে ভাইরাল হওয়া এই কমেন্ট আসল একটি ছোট্ট বিজ্ঞাপনের ভিডিওর বলা কিছু কথা। ভিডিওতে একই ফার্নিচারের দোকানের বিজ্ঞাপন দিতে দেখা যাচ্ছে। দুটি বাচ্চা মেয়ে সোফা আর চেয়ারে বসে ফার্নিচারের দোকানের বিজ্ঞাপন দিচ্ছে। আর ভিডিও চলাকালীন দুই লাইন বারবার বলা হয়েছে, যেটা হল ‘দামে কম, মানে ভাল, কাকলি ফার্নিচার’।
তিরিশ সেকেন্ডের ভিডিওটিতে শুধু এই লাইনটিই বারবার বলা হয়েছে। আর এই কথাটাই বর্তমানে নেটিজেনদের মন কেড়েছে। যার জেরে তুমুল ভাইরাল হয়ে পড়েছে এই কথাটি। প্রসঙ্গত ভিডিওতে যে ফার্নিচারের দোকানের কথা উল্লেখ করা হয়েছে সেটি একটি বাংলাদেশের দোকান। ইতিমধ্যেই ভিডিওতে দর্শকের সংখ্যা প্রায় ১০ লক্ষ ছুঁই ছুঁই।