• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলাদেশে পর্ণস্টার চলবে না! ইসলামিক সংগঠনের চাপে সানি লিওনির ভিসা ক্যানসেল করল সরকার

সানি লিওনি (Sunny Leone) মানেই টিভির পর্দায় ছড়িয়ে পড়ে একরাশ উষ্ণতা। এক সময়ে ছিলেন নীল ছবির (Porn) জনপ্রিয় তারকা। কিন্তু সেই জীবনে বেশিদিন থাকেননি সানি, বরং অল্প দিনেই বলিউডে প্রবেশের পরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী। তিনি আইটেম নাচলেই তা রাতারাতি ভাইরাল হয়ে পড়ে।

প্রাক্তন এই পর্ণস্টার এখন বলিউডের অন্যতম সাহসী ও ফিট অভিনেত্রী। ৪০ বছর বয়সে এসেও তাঁর রূপের ছটা আর ফিটনেস হার মানাবে যে কোনো অষ্টদশীকে। মা হওয়ার পরেও অটুট তাঁর গ্ল্যামার। ইন্ডাস্ট্রিতে সানি তাঁর বোল্ড লুকের জন্য বেশি জনপ্রিয়। এছাড়াও নিজের অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে একের পর এক সিনেমায় অভিনয়ও করে চলেছেন তিনি।

   

সানি লিওনি,বাংলাদেশ,মুসলিম,Bangladesh,muslim,sunny leone

তবে এত বছর পর্ণ ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকার পরেও তার নামের পাশ থেকে সেই ‘পর্ণস্টার’ তকমা কিন্তু সরেনি। এর আগে ২০১৫ সালে বাংলাদেশের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল সানির। কিন্তু তার আসার খবর রটতেই ফুঁসে ওঠে ইসলামিক সংগঠন গুলি। শুরু করে আন্দোলনও। সেই আন্দোলনের জন্যই বাতিল হয় সানি লিওনির ভিসা।

সানি লিওনি,বাংলাদেশ,মুসলিম,Bangladesh,muslim,sunny leone

সম্প্রতি ফের এত বছর পর বাংলাদেশ যেতে চেয়ে ভিসার আবেদন করেন সানি, আর এবারেও তার আসা আটকে দিল বাংলাদেশ সরকার। আজ বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের তরফে এমনটাই জানানো হয়েছে। জানা যায়, সানি লিওনির সাথে আরও ১০ জন শিল্পীও বাংলাদেশ যাওয়ার আবেদন জানিয়েছিলেন। কোনোও এক ছবির শ্যুটিং এর কাজেই যাওয়ার কথা ছিল সানির, কিন্তু আরও ১০ জন অনুমতি পেলেও সানিকে অনুমতি দেয়নি বাংলাদেশ।