• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমদিবসে কাছাকাছি ইন্দিরা-ভিকি! ‘বাংলা মিডিয়াম’এ রোম্যান্টিক দৃশ্য দেখে মন ভরল দর্শকদের

Published on:

Vicky proposes Indira in Bangla Medium

সাম্প্রতিক অতীতে বাংলা টেলিভিশনে (Television) একাধিক নতুন ধারাবাহিকের (Serial) সম্প্রচার শুরু হয়েছে। এমনই একটি সিরিয়াল হল ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘কৃষ্ণকলি’ জুটি নীল ভট্টাচার্য এবং তিয়াশা লেপচা। কয়েক মাসের মধ্যেই দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছে এই সিরিয়াল। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে একটি ধামাকেদার পর্ব।

‘বাংলা মিডিয়াম’এর নিয়মিত দর্শকরা জানেন, নায়ক-নায়িকা ইন্দিরা (Indira) এবং ভিকির (Vicky) বিয়ে হয়ে গেলেও তাঁদের মধ্যে ভালোবাসা নেই। বাংলা মিডিয়ামে পড়াশোনা করা ইন্দিরাকে স্ত্রী হিসেবে মানতে নারাজ শহরের বড়লোক বাড়ির ছেলে ভিকি। দর্শকরা ভেবেছিলেন, এখনও বেশ কয়েকমাস পরে হয়তো তাঁদের ভালোবাসার ট্র্যাক আসবে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে প্রেমদিবসেই ইন্দিরার কাছে প্রেম নিবেদন করল ভিকি!

Vicky proposes Indira in Bangla Medium

হ্যাঁ, ঠিকই দেখছেন। শুনতে অবাক লাগলেও ‘বাংলা মিডিয়াম’এ ঠিক এমনটাই হতে চলেছে। ভালোবাসার দিনেই স্ত্রীয়ের সামনে গোলাপ হাতে হাঁটু গেড়ে বসে নিজের ভালোবাসা জাহির করবে ভিকি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ‘বাংলা মিডিয়াম’এর নতুন প্রোমোর সেই দৃশ্য।

কয়েকদিন আগেই ‘বাংলা মিডিয়াম’এ দেখানো হয়েছে, ভিকির ঠাকুমা ইন্দিরাকে নেশাগ্রস্ত অবস্থায় নাতির সঙ্গে বিয়ে দেওয়ানো করিয়েছেন। এই ঘটনার পর বাড়ির অনেকে বিয়েতে অমত জানালেও যখন ভিকির মা তাঁকে বরণ করতে যায় তখন ইন্দিরা বারণ করে।

Vicky and Indira

এমনিতেই ‘বাংলা মিডিয়াম’এ এখন প্রত্যেক দিনই টানটান উত্তেজনার পর্ব দেখানো হচ্ছে। একটি এপিসোড শেষ হওয়া মাত্রই দর্শকরা পরবর্তী এপিসোড দেখার জন্য মুখিয়ে থাকছেন। তবে এবার ধারাবাহিকের নতুন ভিডিও দেখার পর থেকে তাঁদের উত্তেজনা আলাদা পর্যায়ে পৌঁছে গিয়েছে।

আসলে ‘বাংলা মিডিয়াম’এর হাত ধরে ‘কৃষ্ণকলি’ জুটির পর্দায় প্রত্যাবর্তন হলেও এখানে নীল-তিয়াশাকে একে অপরকে টক্কর দিতেই দেখেছেন দর্শকরা। এতদিনের অপেক্ষার পর অবশেষে ধারাবাহিকে আসতে চলেছে ইন্দির- বিক্রমের প্রেমের দৃশ্য। তাই বলাই বাহুল্য, স্ত্রীয়ের কাছে বিক্রমের প্রেমনিবেদনের সেই দৃশ্য দেখার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥