এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। এই সিরিয়ালের হাত ধরেই বাংলা সিরিয়াল প্রেমী দর্শকরা ফিরে পেয়েছেন কৃষ্ণকলি খ্যাত জনপ্রিয় জুটি নিখিল-শ্যামাকে (Nikhil-Shyama)।
ধারাবাহিকে নায়ক নায়িকা ইন্দিরা-বিক্রমের (Indira-Bikram) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তিয়াসা লেপচা। প্রথম দিকে তাঁদের এই জুটি সেইভাবে দর্শকমহলে ছাপ ফেলতে না পারলেও ইদানিং দর্শকরা এই সিরিয়ালে যেন নতুন করে ফিরে পাচ্ছেন পুরনো নিখিল শ্যামা জুটির রসায়ন।
আসলে সম্প্রতি দেখা যাচ্ছে বিয়ের পর বাংলা মিডিয়ামের ইন্দিরা এবং বিক্রম অবশেষে একটু একটু করে একে অপরের কাছাকাছি আসছে। মাঝে মধ্যেই টিভির পর্দায় ধরা পড়ছে তাঁদের মিষ্টি মুহূর্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলা মিডিয়ামের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাংলা মিডিয়াম ইন্দিরা বিক্রমকে নিজে হাতে জল খাইয়ে দিচ্ছে। আর তারপর আঁচল দিয়ে তার মুখও মুছিয়ে দিচ্ছে।
ঠিকই তখনই ইন্দিরা-বিক্রমের মধ্যে তৈরী হয় এক দারুন রোমান্টিক মুহূর্ত। এরপরেই দেখা যায় ইন্দিরাকে বিক্রম কথা দিয়েছে স্কুলে যাতে কোনো দুর্নীতি না হয় সেটা দেখার চেষ্টা করবে সে। তবে শুধু মুখের কথা নয় স্কুলে গিয়ে বিক্রম নিজের দিদিকে সাফ জানিয়ে দেয় ইন্দিরা তাঁকে কিছু বোঝাচ্ছে না এখন বরং সে নিজেই বুঝতে পারছে আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই সে আর স্কুলের এই সব দুর্নীতির মধ্যে সে থাকবে না।
এসবের মধ্যেই এসে গিয়েছে বাংলা মিডিয়ামের এক ধামাকাদাড় প্রোমো। যা সবেমাত্র একে অপরের কাছাকাছি আসতে থাকা বিক্রম-ইন্দিরার জীবনে আনতে চলেছে বিরাট ঝড়।নতুন প্রোমোতে দেখা যাচ্ছে ইন্দিরার বিয়ের ছবি হাতে পেতেই বিক্রম বুঝতে পেরেছে ইন্দিরাই সেই মেয়ে যে তার জন্য লগ্নভ্রস্ট হয়েছিল।
সত্যি জানতে পেরেই বিক্রম ছুতে আসে ইন্দিরাকে সব সত্যি বলতে। অন্যদিকে দেখা যাচ্ছে ইন্দিরাও মা কালীর সামনে দাঁড়িয়ে জ্বলন্ত প্রদীপের ওপর হাত রেখে প্রতিজ্ঞা করছে ‘পরিবারকে অপমান,বাংলা মিডিয়ামে পড়া প্রতিটা মেয়ের অপমান,বাবার মৃত্যু সব কিছুর শাস্তি দেবো।’ তখন পিছন দিয়ে এসে বিক্রম বলে ‘তাহলে আমাকে শাস্তি দিন’। এরপর দেখা যায় বিক্রমকেই এলোপাথাড়ি মারতে শুরু করে দিয়েছে ইন্দিরা। যা মুখ বুজে সহ্য করছে বিক্রম। এই দৃশ্য দেখে দর্শক বলেছেন দুজনের চোখে স্পষ্ট একে অপরের প্রতি ভালোবাসা।