এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হল ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। এই সিরিয়ালের হাত ধরেই বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকরা ফিরে পেয়েছেন কৃষ্ণকলি খ্যাত জনপ্রিয় জুটি নিখিল-শ্যামাকে (Nikhil-Shyama)।
কারণ এই ধারাবাহিকের নায়ক নায়িকা ইন্দিরা-বিক্রম (Indira-Bikram) চরিত্রের হাত ধরেই নতুন রূপে ফিরেছেন জনপ্রিয় টেলি অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তিয়াসা লেপচা। প্রথম দিকে তাঁদের এই জুটি সেইভাবে দর্শকমহলে ছাপ ফেলতে না পারলেও ইদানিং দর্শকরা এই সিরিয়ালে যেন নতুন করে ফিরে পাচ্ছেন পুরনো নিখিল শ্যামা জুটির রসায়ন।
ইদানিং সিরিয়াল মানেই বিনোদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তবে একথা ঠিক দিনের শেষে যে কোনো সিরিয়াল মানেই ব্যবসা। আর কেন্দ্রে রয়েছে প্রত্যেক সিরিয়ালের সাপ্তাহিক টিআরপি। তাই বেশি টিআরপির লোভে মাঝেমধ্যেই সিরিয়ালগুলিতেও বিভিন্ন ধরনের আজগুবি গল্প দেখানো হয়ে থাকে।
তাই সেদিক দিয়ে দেখতে গেলে বাংলা সিরিয়ালের ক্ষেত্রে গল্পের গরু গাছে ওঠার বিষয়টি নতুন নয় একেবারেই। ভালো করে দেখলে এমন উদাহরণ মিলবে ভুরি ভুরি। এবার এমনই এক আজগুবি কান্ড ঘটিয়ে বসেছেন বাংলা মিডিয়ামের নায়িকা ইন্দিরা।
এই ইন্দিরার দোলাতেই এবার বাংলা সিরিয়ালেও এসে গিয়েছে নীল সাদা চটির জামানা। এমনিতে পচিমবঙ্গে নীল সাদা জুতো কিংবা শাড়ির কথা উঠলে প্রথমেই উঠে আসে একটি বিশেষ রাজনৈতিক দলের এক বিশেষ ব্যক্তির কথা। সেকথা আশা করি কাওকে আর আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই।
সম্প্রতি ধারাবাহিকের একটি পর্বে দেখা গিয়েছে সিরিয়ালের অসীম সাহসী নায়িকা ইন্দিরার সামনে বন্দুকধারী গুন্ডা দাঁড়িয়ে থাকলেও ভয় না পেয়ে পা থেকে নীল সাদা হাওয়াই চটি খুলে ছুঁড়ে মারে হাতে বন্দুক ধরে রাখা গুন্ডার হাতের দিকে।
এরফলে জুতোর ঘায়ে হাত থেকে মাটিতে পড়ে যায় পিস্তল। সিরিয়ালের এই পর্বের ভিডিও ইতিমধ্যেই রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখেই হেসেই গড়েছেন দর্শকদের একটা বড় অংশ। আবার কেউ বলছেন সবার ইন্দিরার থেকে শেখা উচিত সেলফ ডিফেন্স কিভাবে করতে হয়।