• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুবান অতীত! নতুন প্রেমিকের সাথে বার্থডে সেলিব্রেশন বাংলা মিডিয়ামের ইন্দিরার

Published on:

Bangla Medium serial Indira actress Tiyasa Lepcha's birthday celebration with her new boyfriend

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন তিয়াসা লেপচা (Tiyasa Lepcha)। অভিনেতা সুবান রায়ের (Suban Roy) সাথে বিচ্ছেদের পর থেকে তিনি নিজের নামের পাশে আবার লেপচা পদবীটাই ব্যবহার করছেন। ১৬ ই আগস্ট বুধবার অভিনেত্রীর জন্মদিন ছিল। এ বছর দেখতে দেখতে চব্বিশে পা দিয়েছেন ছোট পর্দার ইন্দিরা (Indira)। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’-এর (Bangla Medium) দৌলতে এই নামেই পরিচিত তিনি।

জি বাংলার মেগা সিরিয়াল ‘কৃষ্ণকলি’ শেষ হওয়ার পর এটাই তিয়াসা অভিনীত দ্বিতীয় সিরিয়াল। প্রত্যেক বছরেই বেশ ধুমধাম করেই জন্মদিন পালন করেন অভিনেত্রী। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তাই প্রতি বছরের মতো এবছরও ৩-৪ দিন আগে থেকেই বার্থডে সেলিব্রেশনে (Birthday Celebration) মেতে ছিলেন অভিনেত্রী। প্রথমে অভিনেত্রীর প্রি-বার্থডে সেলিব্রেশনে হাজির হয়েছিলেন কৃষ্ণকলি আর বাংলা মিডিয়ামেরগোটা টিম।

Bangla Medium serial Indira actress Tiyasa Lepcha's birthday celebration with her new boyfriend

তিয়াসার ফ্যানরাও তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এরপর জন্মদিনের রাতটা অভিনেত্রী কাটিয়েছেন বন্ধু বান্ধব আর একজন বিশেষ মানুষের সাথে। আসলে অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল তিয়াসার জীবনে এসেছে নতুন মানুষ। প্রেমিকের (Boyfriend) নাম পরিচয় আড়াল রাখলেও এদিন প্রেমে পড়ার কথা নিজের মুখেই স্বীকার করেছেন তিয়াসা।

প্রেম করেছন তিয়াসা?

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী স্পষ্ট বলেছেন ‘হ্যাঁ, প্রেম করছি। জন্মদিনের জন্য বিশেষ জামাটাও সেই কিনে দিয়েছে। এখনই নাম জানাতে চাই না। একসঙ্গে ভালো আছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।’ যদিও তিয়াসার সাথে বিচ্ছেদের পর এখনও নতুন কোনো সম্পর্কে জড়াননি সুবান। ২০১৭-তে মাত্র ১৯ বছর বয়সেই সুবান রায়ের সাথে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিয়াসা। একসময় সুবানের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি।

তবে তিয়াসার জীবনে সাবান এখন অতীত। তবে সুবানের সাথে বিচ্ছেদের পর অনেক কথা শুনতে হয়েছে অভিনেত্রীকে। তাই নিন্দুকদের উদ্দেশ্যে খুব স্পষ্ট ভাষায় এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন ‘আমি কাউকে ছেড়ে দিয়েছি, এই লাইনটা নিয়ে আমার সমস্যা আছে। ডিভোর্স দুটো মানুষের সম্মতিতে হয়। মানুষের মানসিকতাটা আজও ২জি জমানায় পড়ে আছে। আজও ডিভোর্সের জন্য মেয়েদেরকেই দায়ী করা হয়।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥