• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং : অভিনেতা, অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

টিআরপি (TRP) না থাকলে বহু জনপ্রিয় সিরিয়ালের (Bengali Serial) পথচলা অকালে শেষ হয়ে যায়। এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন ‘কৃষ্ণকলি’ খ্যাত নীল ভট্টাচার্য এবং তিয়াশা লেপচা। ভিকি (Vicky) এবং ইন্দিরার (Indira) ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছিল তাঁদের।

বাংলা মিডিয়াম স্কুলের পড়ুয়া মানেই সে কম জ্ঞানী- এই ধারণাকে চ্যালেঞ্জ করেই শুরু হয়েছিল ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকটি। সিরিয়ালের নায়িকা ইন্দিরা বাংলা মিডিয়াম স্কুলের ছাত্রী হয়েও শহরের সবচেয়ে বড় ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোর সুযোগ পেয়েছিল। ভিন্ন স্বাদের এই সিরিয়ালের গল্প লিখেছিলেন সুশান্ত দাস এবং সায়ন্তনী ভট্টাচার্য এবং প্রযোজনা সংস্থা ছিল টেন্ট সিনেমা।

   

‘বাংলা মিডিয়াম’ সিরিয়াল এর কাস্ট (Bangla Medium Serial Cast)

সিরিয়ালের নাম বাংলা মিডিয়াম
সম্প্রচারকারী চ্যানেল স্টার জলসা
প্রধান নায়ক নীল ভট্টাচার্য
প্রধান নায়িকা তিয়াশা লেপচা
সম্প্রচার শুরুর দিনক্ষণ ১২ ডিসেম্বর ২০২২
অন্তিম সম্প্রচারের দিনক্ষণ ২ নভেম্বর ২০২৩
মোট পর্ব ৩২৫

 

 ‘বাংলা মিডিয়াম’ সিরিয়াল এর কাস্টিং (Bangla Medium Serial Casting)

স্টার জলসার এই সিরিয়ালে কোন চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছিলেন চলুন দেখে নেওয়া যাক।

বিক্রম চট্টোপাধ্যায় চরিত্রে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya as Vikram Chatterjee)

‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের নায়ক বিক্রম ওরফে ভিকির ভূমিকায় অভিনয় করেছিলেন নীল ভট্টাচার্য। শহরের অন্যতম বড় বিদ্যালয়ের ডিরেক্টর ছিল ভিকি।

Neel Bhattacharya as Vikram Chatterjee in Bangla Medium serial

ইন্দিরা সরকার চরিত্রে তিয়াশা লেপচা (Tiyasha Lepcha as Indira Sarkar)

ভিকির স্ত্রী তথা ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের নায়িকা ইন্দিরার ভূমিকায় অভিনয় করেছিলেন তিয়াশা লেপচা। ইন্দিরা বাংলা মিডিয়াম স্কুলের ছাত্রী ছিল। তবে পরবর্তী সে যোগ্যতায় সে শহরের সবচেয়ে বড় স্কুলের প্রিন্সিপাল হয়ে গিয়েছিল।

Tiyasha Lepcha as Indira Sarkar in Bangla Medium serial

সুহানা চট্টোপাধ্যায় চরিত্রে মিষ্টি সিং (Misty Singh as Suhana Sarkar)

ভিকির দিদি সুহানার ভূমিকায় অভিনয় করেছিলেন মিষ্টি সিং। সিরিয়ালের শুরুতে অবশ্য এই চরিত্রে অভিনয় করছিলেন সম্পূর্ণা লাহিড়ী।

Misty Singh, Misty Singh baby bump, Misty Singh pregnant

রাজদীপ দাস চরিত্রে রাজা গোস্বামী (Raja Goswami as Rajdeep Das)

সুহানার স্বামী রাজদীপের ভূমিকায় অভিনয় করেছিলেন রাজা গোস্বামী।

Raja Goswami as Rajdeep Das in Bangla Medium serial

দিগন্ত চট্টোপাধ্যায় চরিত্রে অরিন্দম বন্দ্যোপাধ্যায় (Arindam Banerjee as Diganta Chatterjee)

ভিকি-সুহানার বাবা দিগন্তর চরিত্রে অভিনয় করেছিলেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়।

Arindam Banerjee as Diganta Chatterjee in Bangla Medium serial

অনন্যা চট্টোপাধ্যায় চরিত্রে স্বাগতা মুখার্জি (Swagata Mukherjee as Ananya Chatterjee)

ভিকি-সুহানার সৎ মা এবং দিগন্তর দ্বিতীয় স্ত্রী অনন্যার ভূমিকায় দেখা গিয়েছিল স্বাগতা মুখার্জিকে।

Swagata Mukherjee as Ananya Chatterjee in Bangla Medium serial

নিবেদিতা চট্টোপাধ্যায় চরিত্রে নিবেদিতা মুখোপাধ্যায় (Nibedita Mukherjee as Nibedita Chatterjee)

ভিকি-সুহানার আসল মা নিবেদিতার চরিত্রে অভিনয় করেছিলেন নিবেদিতা মুখোপাধ্যায়।

Nibedita Mukherjee as Nibedita Chatterjee in Bangla Medium serial

বাসন্তী চট্টোপাধ্যায় চরিত্রে রত্না ঘোষাল (Ratna Ghoshal as Basanti Chatterjee)

ভিকি-সুহানার ঠাকুমা বাসন্তীর চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রত্না ঘোষাল।

Ratna Ghoshal as Basanti Chatterjee in Bangla Medium serial

সুমন্ত চট্টোপাধ্যায় চরিত্রে অভ্রজিৎ চক্রবর্তী (Avrajit Chakraborty as Sumanta Chatterjee)

ভিকি-সুহানার কাকা সুমন্তর চরিত্রে দেখা গিয়েছিল অভ্রজিৎ চক্রবর্তীকে।

Avrajit Chakraborty as Sumanta Chatterjee in Bangla Medium serial

পামেলা চরিত্রে কুয়াশা বিশ্বাস (Kuyasha Biswas as Pamela)

ভিকির প্রাক্তন বাগদত্তা পামেলার চরিত্রে অভিনয় করেছিলেন কুয়াশা বিশ্বাস।

Kuyasha Biswas as Pamela Bangla Medium serial

সায়ন চট্টোপাধ্যায় চরিত্রে শৌর্য ভট্টাচার্য (Sourya Bhattacharya as Sayan Chatterjee)

বিক্রমের খুড়তুতো ভাই সায়নের ভূমিকায় অভিনয় করেছিলেন শৌর্য ভট্টাচার্য।

Sourya Bhattacharya as Sayan Chatterjee in Bangla Medium serial

আবীরা চট্টোপাধ্যায় চরিত্রে প্রিয়াঞ্জলি দাস (Priyanjali Das as Abira Chatterjee)

সায়নের স্ত্রী আবীরার ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঞ্জলি দাস।

Priyanjali Das as Abira Chatterjee in Bangla Medium serial

রেহান চট্টোপাধ্যায় চরিত্রে আয়ুষ দাস (Ayush Das as Rehan Chatterjee)

বিক্রমের খুড়তুতো ভাই রেহানের ভূমিকায় অভিনয় করেছিলেন আয়ুষ দাস।

Ayush Das as Rehan Chatterjee in Bangla Medium serial

ইন্দিরার মামির চরিত্রে নবনীতা দে (Nabanita Dey as Indira’s Aunt)

ইন্দিরার মামির ভূমিকায় অভিনয় করেছিলেন নবনীতা দে।

Nabanita Dey as Indira’s Aunt in Bangla Medium serial

ইন্দিরার মামার চরিত্রে সঞ্জয় বসু (Sanjoy Basu as Indira’s Uncle)

ইন্দিরার মামার ভূমিকায় দেখা গিয়েছিল সঞ্জয় বসুকে।

Sanjoy Basu as Indira’s Uncle in Bangla Medium serial

অর্ক চট্টোপাধ্যায় চরিত্রে অয়ন ঘোষ (Ayan Ghosh as Arka Chatterjee)

ভিকি-সুহানার সৎ ভাই এবং দিগন্ত-অনন্যার ছেলে অর্কর চরিত্রে দেখা গিয়েছিল অয়ন ঘোষকে।

Ayan Ghosh as Arka Chatterjee in Bangla Medium serial

অমৃতা চরিত্রে সৈরিতি বন্দ্যোপাধ্যায় (Sairity Banerjee as Amrita)

বিক্রমের প্রাক্তন প্রেমিকা অমৃতার চরিত্রে অভিনয় করেছিলেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়।

Sairity Banerjee as Amrita in Bangla Medium serial

OTT-তে কোথায় দেখবেন ‘বাংলা মিডিয়াম’?

স্টার জলসার বাকি সকল ধারাবাহিকের মতো ‘বাংলা মিডিয়াম’র প্রত্যেকটি পর্ব ডিজনি প্লাস হটস্টারে রয়েছে।