• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেশার ঘোরে বিয়ের পিঁড়িতে ইন্দিরা! ‘বাংলা মিডিয়াম’র অভিনব বিয়ে দেখে কটাক্ষ নেটিজেনদের

বিনোদনমূলক চ্যানেলে এখন নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) আনাগোনা। তবে একথা কিন্তু ঠিক, নতুন সিরিয়ালের হাত ধরেই এখন পর্দায় ফিরছেন আরও একাধিক জনপ্রিয় সব পুরনো জুটিরাও। নতুন সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়ে অনেকে অভিনেতা অভিনেত্রীই আবার বদলে ফেলছেন চ্যানেলও।

এক্ষেত্রে উদাহরণ হিসাবে প্রথমেই বলতে হয় স্টার জলসার নতুন সিরিয়াল (New Serial) ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। এই সিরিয়ালে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’ খ্যাত  নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তিয়াসা লেপচা (Tiyasa Lepcha)।

   

Bengali Serial,বাংলা সিরিয়াল,Bangla Medium,বাংলা মিডিয়াম,Indira,ইন্দিরা,Vicky,ভিকি,Pamela,পামেলা,Marriage,বিয়ে,New Promo,নতুন প্রমো

বিয়ের এই মরশুমে এবার সাতপাক ঘুরতে চলেছেন টেলিভিশনের এই জনপ্রিয় জুটি ইন্দিরা (Indira)-বিক্রম (Vikram)। এখনকারদিনে বাংলা সিরিয়ালে বিয়ে (Marriage) মানেই একেবারে জমজমাট ট্র্যাক। যার হাত ধরে আসে টিআরপি (TRP) বাড়ানোর মোক্ষম সুযোগ। তাই সিরিয়ালে বিয়ের ট্রাক আসতেই তা নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগই হাতছাড়া করেন না সিরিয়ালের নির্মাতারা।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Bangla Medium,বাংলা মিডিয়াম,Indira,ইন্দিরা,Vicky,ভিকি,Pamela,পামেলা,Marriage,বিয়ে,New Promo,নতুন প্রমো

যার ফলও মেলে হাতেনাতে। ফলস্বরূপ বাংলা সিরিয়ালের দর্শক ইতিমধ্যেই দেখেছেন উড়ন্ত সিঁদুর,উড়ন্ত মালা এবং উড়ন্ত গায়ে হলুদের বিয়ে । এমনকি সবাই দেখেছেন নায়ক-নায়িকার লিপস্টিক বিয়ে। তবে সম্প্রতি নিজেই নিজেকে বিয়ে কিংবা বরণ করারও একটা ট্রেন্ড চালু হয়েছে।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Bangla Medium,বাংলা মিডিয়াম,Indira,ইন্দিরা,Vicky,ভিকি,Pamela,পামেলা,Marriage,বিয়ে,New Promo,নতুন প্রমো

এরই মধ্যে সদ্য প্রকাশ্যে এসেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের নায়ক ভিকির বিয়ের ট্র্যাক। কিছুদিন আগেই তার বাগদত্তা হিসাবে পামেলা (Pamela) চরিত্রে সিরিয়ালে এন্ট্রি নিয়েছে সহচরী সিরিয়ালের দেবিনা অভিনেত্রী কুয়াশা বিশ্বাস। প্রসঙ্গত এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন আগে ভিকির সাথে ইন্দিরার বিয়ে ঠিক হলে সে বাংলা মিডিয়ামের ছাত্রী বলে বিয়ে ভেঙে দিয়েছিল ভিকি।


ইন্দিরাই যে সেই মেয়ে একথা ইতিমধ্যে জেনে গিয়েছে ঠাম্মি। প্রকাশ্যে আসা বাংলা মিডিয়ামের নতুন প্রোমো (New Promo) তে দেখা যাচ্ছে বিয়ের দিন নেশাগ্রস্তের মতো পড়ে রয়েছে পামেলা। অন্যদিকে ঠাম্মির বুদ্ধিতে ইন্দিরাকে কোল্ড ড্রিঙ্কের সাথে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়ে তাকে প্রায় অজ্ঞান করে বিয়ের কনে সাজিয়ে ধরে ধরে বিয়ের মণ্ডপ অবধি নিয়ে যাওয়া হয়। এখন দেখার শেষ অবধি তাদের বিয়েটা কিভাবে হয়।

site