বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন নতুন সিরিয়াল (Bengali serial) শুরুর হিড়িক পড়েছে। সাম্প্রতিক অতীতে একাধিক ধারাবাহিক শুরু হয়েছে। মাসখানেক আগে শুরু হওয়া এমনই একটি সিরিয়াল হল ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। ‘ধুলোকণা’ শেষ হয়ে রাত ৮টার স্লটে শুরু হয়েছে ইন্দিরা (Indira) এবং বিক্রমের কাহিনী।
স্টার জলসায় সম্প্রচারিত ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নায়ক-নায়িকা। এই সিরিয়ালেও জুটি বেঁধেছেন নীল ভট্টাচার্য এবং তিয়াশা লেপচা (Tiyasha Lepcha)। ‘কৃষ্ণকলি’র মতোই এই সিরিয়ালেও সাদাসিধে মেয়ে ইন্দিরার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
ছাপার শাড়ি এবং দু’দিকে দু’টো বিনুনি ঝুলিয়ে শহরের নামী ইংরেজি মিডিয়াম স্কুলে বিজ্ঞান পড়ায় ইন্দিরা। সিরিয়াল শুরুর দিকে তাঁকে টিপিক্যাল গ্র্যাম্য লুক দেওয়া নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এখন অবশ্য সময়ের সঙ্গে সেই বিতর্ক থেমেছে। নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনেও স্থান করে নিয়েছে ইন্দিরা।
তবে সম্প্রতি শাড়ি ছেড়ে একেবারে মডার্ন লুকে ধরা দিয়েছেন ‘বাংলা মিডিয়াম’এর শিক্ষিকা। আর তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। শাড়ি-ব্লাউজ ছেড়ে যেভাবে শরীর দেখানো খোলামেলা পোশাকে হাজির হয়েছেন তিনি তা দেখে হতবাক নেটিজেনরা।
দর্শকদের কাছে ইন্দিরা মানেই শাড়ির সঙ্গে দু’টি বিনুনি। তবে সেই ইন্দিরাকেই এবার কালো রঙের ক্রপ টপ পরা দেখে হুঁশ ওড়ার জোগাড় হয়েছে তাঁদের। তবে এক্ষেত্রে একটি টুইস্ট রয়েছে। মডার্ন অবতারে ইন্দিরা নয়, আসলে হাজির হয়েছেন তিয়াশা। আসলে পর্দার ইন্দিরা চরিত্রটি মডার্ন পোশাক না পরলেও, অভিনেত্রী তিয়াশা কিন্তু বাস্তব জীবনে বেশ মডার্ন। আর মডার্ন লুকেই নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
‘বাংলা মিডিয়াম’ নায়িকার শেয়ার করা রিল ভিডিওয় দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে একটি কালো রঙের ক্রপ টপ এবং একই রঙের প্যান্ট। ‘পতি পত্নী অউর বো’ সিনেমার ‘তু হি ইয়ার মেরা’ গানে কোমর দোলাতে দেখা যায় অভিনেত্রীকে। পর্দার ইন্দিরাকে অন্য রকমের অবতারে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা।