• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথমদিনেই ছাত্রের গালে চড় কষিয়ে বিপাকে ইন্দিরা! খোয়া যেতে বসেছে চাকরি

স্টার জলসার নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। মাত্র এক সপ্তাহ হল টিভির পর্দায় সম্প্রচার শুরু হয়েছে এই সিরিয়ালের। একসময়ের বেঙ্গল টপার সিরিয়াল ‘ধুলোকানা’কে সরিয়ে রাত ৮ টা থেকে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরে জি বাংলা ছেড়ে স্টার জলসায় এসেছেন কৃষ্ণকলি খ্যাত জনপ্রিয় জুটি নীল নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা।

যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তারা আজও নিখিল শ্যামা নামেই বেশি পরিচিত। প্রসঙ্গত যে কোন সিরিয়ালে তিলকে তাল করার বিষয়টা আজকের দিনে নতুন নয়। এমন ঘটনা আগেও দেখা গিয়েছে বহুবার।  সাম্প্রতিককালে তেমনি শহরের নামি স্কুলের কেমিস্ট্রি ল্যাবে আগুন লেগে যাওয়ায় তা নিভাতে গিয়ে ল্যাবের মধ্যে থাকা H2so4-এর বড় শিশিতে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে ব্যাপক ট্রোলের  মুখে পড়েছিলেন এই সিরিয়ালের নায়িকা ইন্দিরা (Indira)।

   

বাংলা মিডিয়াম,Bangla Medium,ছাত্র -শিক্ষক সম্পর্ক,Students Teacher Relation,ইন্দিরা,Indira,বিক্রম,Bikram,সুহানা,Suhana

এরই মধ্যেএই সিরিয়ালের একটি পর্ব উস্কে দিল আমাদের সমাজে ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কের সমীকরণ। গতকালই সিরিয়ালে দেখা গিয়েছে স্কুলের মধ্যে আসল বন্দুক নিয়ে আসায় এক ছাত্রকে  উচিত শিক্ষা দিতে কষিয়ে চড় মেরেছিল ফিউচার ড্রিমস স্কুলের নতুন বিজ্ঞানের শিক্ষিকা ইন্দিরা। যা একেবারেই ভালো চোখে নেননি ওই  স্কুলের কর্ণধার বিক্রম এবং তার দিদি সুহানা।

বাংলা মিডিয়াম,Bangla Medium,ছাত্র -শিক্ষক সম্পর্ক,Students Teacher Relation,ইন্দিরা,Indira,বিক্রম,Bikram,সুহানা,Suhana

কিন্তু শহরের নামি স্কুলে ছাত্রকে উচিত শিক্ষা দিয়ে চড় মারার জন্য উল্টে অপমানিত হতে হয়েছে ইন্দিরাকেই । ছাত্রদের সামনেই নতুন শিক্ষিকা ইন্দিরাকে সোহানার ধমক ‘আমাদের স্কুলে টিচাররা স্টুডেন্টদের গায়ে হাত তোলে না’। দিদির শুরে সুর মিলিয়েই পাশে দাঁড়িয়ে থাকা বিক্রমও বলে ওঠে ‘আজকের পর মিস ইন্দিরা সরকার ফিউচার ড্রিম স্কুলে আর কোনদিন পড়াবেন না’।

কিন্তু তারপরেও অন্যায়ের কাছে মাথা নোয়াতে নারাজ ইন্দিরার স্পষ্ট জবাব সে ছাত্রের গালে চড় মেরে  কোন ভুল কাজ করেনি। ইন্দিরার কথায় ‘আমি বাংলা মিডিয়াম, আমি এভাবেই শিক্ষা দেব’। কিন্তু প্রশ্ন উঠছে আসলে ছাত্রদের ঠিক কিভাবে শিক্ষা দেওয়া উচিত?