• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুঃসময়ে ঐন্দ্রিলার পাশে ছিলেন সব্যসাচী, অথচ তাকে সঠিক দাম দিল না কেউ! ফেসবুকে অভিমানী বামা

স্টার জলসার অন্যতম জনপ্রিয় তথা একসময়ের স্লট হোল্ডার সিরিয়াল হল ‘মহাপীঠ তারাপীঠ’ (MahapithTarapith)। এই সিরিয়ালেই মা তারার বরপুত্র বামা অর্থাৎ বামাক্ষ্যাপার চরিত্রে অভিনেতা সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) অনবদ্য অভিনয় মন কেড়েছে সকল দর্শকদের। এমনকি বেশীরভাগ দর্শকদের কাছেও অভিনেতা বামাক্ষ্যাপা নামেই পরিচিত।

সিরিয়ালের বাইরেও সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় সব্যসাচী ওরফে বামা। বিগত প্রায় একবছরেরও বেশী সময় ধরে যেভাবে ক্যান্সার আক্রান্ত প্রেমিকা তথা অভিনেত্রী ঐন্দ্রিলার (Oindrila) কঠিন সময়ে পাশে থেকেছেন, তা থেকে এতদিন অভিনেতার মনের জোরের পরিচয় পেয়েছেন সকলে। কাছের মানুষের খারাপ সময়ে কীভাবে তার পাশে থাকতে হয় তা দেখিয়ে দিয়েছিলেন অভিনেতা।

   

মহাপীঠ তারাপীঠ,MahapithTarapith,সব্যসাচী চৌধুরী,Bamakhyapa,বামাক্ষ্যাপা,Sabyasachi Chowdhury,সোশ্যাল মিডিয়া,Upset,মনখারাপ

এমন অসম্ভব মনের জোর যার, এবার আচমকাই মানসিকভাবে ভেঙে পড়লেন তিনি নিজেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মন খারাপের কথাও। কাছের মানুষের থেকে আঘাত পেয়ে একেবারে ক্ষতবিক্ষত অভিনেতার মন। আর সেই আঘাতের ছাপ স্পষ্ট অভিনেতার লেখায়। একরাশ মন খারাপ, আর অভিমান নিয়ে এদিন ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছিলেন ‘খারাপ সময়ে সামনে দাঁড়িয়ে লড়ে যেতে হয়, আর ভালো সময়ে চুপিসারে সরে যেতে হয়। জীবন আমায় এইটুকুই শিখিয়েছে।’

Sabyasachi Chowdhury সব্যসাচী চৌধুরী

প্রথম এই দুই লাইন পড়েই মন খারাপ হয়ে যায় সব্যসাচীর অনুগামীদের। আসলে অভিনেতার মনখারাপের কারণ তার কাছের সিরিয়াল ‘মহাপীঠ তারাপীঠ’। কারণ গত ৩ বছরে সিরিয়ালটা আর শুধু কাজ নয়, তাঁর জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে! প্রসঙ্গত, গত বছর টিআরপি’র তালিকায় একেবারে তলানিতে ঠেকেছিল স্টার জলসা। সেই সময় একমাত্র স্লট লিডার ছিল এই মহাপীঠ তারাপীঠ। কিন্তু এখন নতুন সিরিয়াল আসায় সেই অসময়ের বন্ধুকে ভুলতে বসেছে স্টার জলসা। আসলে নতুন সিরিয়াল গুড্ডি আর অনুরাগের ছোঁয়া আসছে চ্যানেলে।

মহাপীঠ তারাপীঠ,MahapithTarapith,সব্যসাচী চৌধুরী,Bamakhyapa,বামাক্ষ্যাপা,Sabyasachi Chowdhury,সোশ্যাল মিডিয়া,Upset,মনখারাপ

তাতেই বিরাট পরিবর্তন এসেছে চ্যানেলের সিরিয়ালের সময় সূচীতে। যার ফলে সিরিয়াল শেষ না হলেও রাত ১০ টার পরিবর্তে সকাল ১১ টা করে দেওয়া হয়েছে সিরিয়ালের সম্প্রচারের সময়। এই সব্যসাচীর পোস্টে সেই আক্ষেপের সুরই ঝড়ে পড়েছে। তাই এদিন ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন ”আজ মহাপীঠ তারাপীঠ তিন বছর সম্পূর্ণ করলো। আজ মহাপীঠ তারাপীঠ শেষ বারের মতন রাত দশটায় সম্প্রচারিত হলো। যারা এতদিন রাত দশটা বাজার অপেক্ষা করতে, তাদের অজস্র ধন্যবাদ। তোমরা ছিলে বলে আমরা ছিলাম।”