• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিরছে জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা বধূ’, নতুন সিজেনে এই খুদে অভিনেত্রী পাচ্ছে মুখ্য চরিত্র

দর্শকদের বিনোদনের জন্য টিভির নানান চ্যানেলে নানান স্বাদের গল্প নিয়ে সিরিয়ালের অভাব নেই। তবে সব সিরিয়ালের গল্প যে দর্শকদের মনে ধরেছে তা কিন্তু নয়। কিছু সিরিয়ালের গল্প এতটাই আপন করে নিয়েছিল দর্শকেরা যে সেগুলি শেষ হয়ে গেলেও আজও রেষ রয়ে গিয়েছে সেই সমস্ত সিরিয়ালগুলির। হিন্দি সিরিয়াল ‘বালিকা বধূ (balika vadhu)’ হল এমনই একটি সিরিয়াল।

একসময় হিন্দি সিরিয়ালের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিল বালিকা বধূ। সিরিয়ালে আনন্দি নামের ছোট্ট একটি রাজস্থানী মেয়ের অনেক ছোট বা বয়সেই বিয়ে হয়ে যায়। যেটা আগেকার দিনের সমাজের একটি প্রথা ছিল। বিয়ের পর কিভাবে নতুন বাড়িতে নিজেকে মানিয়ে নিয়ে জীবন এগিয়ে চলে আনন্দময়ীর সেটাই ছিল সিরিয়ালের কাহিনী। ২০০৮ সালের এই সিরিয়াল আজও মানুষের মনে নিজের জায়গা ধরে রেখেছে।

   

Balika Vadhu

গতবছর লকডাউনে যখন সমস্ত সিরিয়ালের শুটিং প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তখন টিভিতে নানা চ্যানেলে বিখ্যাত সিরিয়ালগুলি পুনঃ সম্প্রচার করা হয়েছিল। সেই সময় কালারস্ হিন্দি চ্যানেলে বালিকা বধূ সম্প্রচার করা হয়েছিল। তবে এবার সিরিয়ালের দ্বিতীয় সিজেন আসতে চলেছে। তবে নতুন সিজেনে সমস্ত চরিত্রই প্রায় নতুন হবার সম্ভাবনাই বেশি। কারণ সিজেন ১ এর বালিকা বধূ অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জী (pratyusha banerjee) বর্তমানে এই পৃথিবীতে আর নেই। একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।

তাহলে কি থাকছে সিজেন ২তে মূল চরিত্রে? এই নিয়ে দর্শকদের মনে প্রশ্ন ছিল। সম্প্রতি সিরিয়ালের একটি ট্রেলার চ্যানেলের তরফে প্রকাশিত হয়েছে। যেখানে একেবারে ছোট্ট একটি মেয়েকে মায়ের দিকে আসাতে দেখা যাচ্ছে। সিরিয়ালের প্রোমোতে ছোট আনন্দি হিসাবে দেখানো হয়েছে খুদে অভিনেত্রীকে। অর্থাৎ বুঝতে অসুবিধা নেই নতুন সিজেনে ছোট আনন্দি রূপে দেখা যাবে এই খুদে অভিনেত্রীকেই।

Balika Vadhu Season 2

এবার কথা হল নতুন আনন্দি রূপে খুদে অভিনেত্রী কে? যেমনটা জানা যাচ্ছে নতুন সিজেনে আনন্দি রূপে অভিনয় করতে চলেছে  খুদে অভিনেত্রী শ্রেয়া পাটেল (shreya patel)। এছাড়াও থাকছে ভংশ সায়ানি, ঋদ্ধি নায়ক শুক্লা, কেতকী দাভে, সুপ্রিয়া শুক্লার মত অভিনেতা অভিনেত্রীরা। আশা করা হচ্ছে সিজেন ১ এর মত  এই নতুন সিজেনও দর্শকদের মন কাড়তে সফল হবে। প্রসঙ্গত, সিরিয়ালের টিজার ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন তাদের কাছে বালিকা বধূ মানে প্রত্যুষা বানার্জীই।