বিনোদনভিডিওসিরিয়াল

নতুন রূপে ‘খড়কুটো’র শ্বশুর-বৌমা জুটি! বালিঝড়ের দর্শকদের জন্য নতুন চমক

জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে এই মুহূর্তে দর্শকদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্টার জলসার (Star Jalsha) ‘বালিঝড়’ (Balijhor)। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরী তারকাখচিত এই সিরিয়ালেও রয়েছে ত্রিকোণ প্রেমের সমীকরণ।

তবে এই সিরিয়ালের দর্শকদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় পাওনা একটাই তা হল ‘খড়কুটো’ সিরিয়ালের জনপ্রিয় ‘সৌগুন’ জুটি তৃণা সাহা এবং কৌশিক রায়। ধারাবাহিকে গুনগুন অভিনেত্রী তৃণার নাম হয়েছে ঝোড়া (Jhora) আর তাঁর বিপরীতে মহার্ঘ্যর (Moharghya) চরিত্রে অভিনয় করছেন সৌজন্য অভিনেতা কৌশিক।

Balijhor Jhora Moharghya marriage

টেলিভিশনের পর্দায় তৃণা-কৌশিকের এই নতুন জুটি নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। ঝোড়া মহার্ঘ্যর এই ঝোড়ার্ঘ্য জুটির মধ্যে দিয়েই দর্শক আরও একবার ফিরে পেয়েছেন ‘খড়কুটো’ সিরিয়ালের গুনগুন সৌজন্য জুটিকে। এছাড়া ধারাবাহিকে আর এক নায়ক স্রোতের (Srot) চরিত্রে অভিনয় করছেন ‘ধুলোকণা’ সিরিয়ালের লালন অভিনেতা ইন্দ্রাশিষ রায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,বালিঝড়,Balijhor,ঝোড়া,Jhora,স্রোত,Srot,মহার্ঘ্য,Moharghya,খড়কুটো,Khorkuto,সৌগুন,Sougun,শ্বশুড়,Father In Law,বৌমা,Dauther In Law

তবে এই সিরিয়ালের শুরু থেকেই দেখা যাচ্ছে ঝোড়া মহার্ঘ্যকে নয় ভালোবাসে স্রোতকে। তাই বিয়ে হয়ে গেলেও ঝোড়াকে মহার্ঘ্য কথা দিয়েছে এক বছর হলেই সে ঝোড়া কে স্রোতের হাতে তুলে দেবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ধীরে ধীরে মহার্ঘ্যই হয়ে উঠেছে ঝোড়ার ভরসার মানুষ।

আর তাতেই ধীরে ধীরে ঝোড়া আর মহার্ঘ্য একে অপরের কাছাকাছি আসছে। মাঝেমধ্যেই মিষ্টি মুহূর্ত তৈরী হচ্ছে তাঁদের মধ্যে। যা দেখে দর্শক চুটিয়ে উপভোগ করছেন পুরনো সৌগুন ম্যাজিক। তবে শুধু সৌগুন ম্যাজিক নয় এই বালিঝড় সিরিয়ালের হাত ধরেই দর্শক ফিরে পাচ্ছেন খড়কুটো সিরিয়ালের পুরনো শ্বশুড়-বৌমার জুটি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,বালিঝড়,Balijhor,ঝোড়া,Jhora,স্রোত,Srot,মহার্ঘ্য,Moharghya,খড়কুটো,Khorkuto,সৌগুন,Sougun,শ্বশুড়,Father In Law,বৌমা,Dauther In Law

যা দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকদের একাংশ। এমনই একজন অনুরাগী সিরিয়ালের একটি দৃশ্যের ভিডিও শেয়ার করে লিখেছেন ‘আজকে বালিঝড় সত্যিই খুব ভালো হলো। গ্ৰামে গেল ঝোড়া মহার্ঘ্য।  খড়কুটোর শ্বশুর বৌমাকে আবারো পেলাম আমরা’।

Back to top button