বর্তমানে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে দারুন জনপ্রিয় একটি সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) ‘বালিঝড়’ (Balijhor)। লীনা গাঙ্গুলির লেখা তারকাখচিত এই নতুন সিরিয়ালেও রয়েছে ত্রিকোণ প্রেমের সমীকরণ। জোড়া নায়ক স্রোত আর মহার্ঘ্যর (Srot-Moharghya) একমাত্র নায়িকা ঝোড়া (Jhora)।
সিরিয়ালের প্লট অনুযায়ী দুঁদে পলিটিশিয়ান সমুদ্র সেনের মেয়ে তথা নায়িকা ঝোড়ার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তৃণা সাহা। নিয়েমিট দর্শকরা জানেন সদ্য তাঁর সাথে সিরিয়ালে বিয়ে হয়েছে সমুদ্র সেনের যোগ্য সহকারী মহার্ঘ্যর। ঝোড়ার মা তো বটেই দর্শকরাও এই কদিনেই বলছেন মহার্ঘ্যর মতো ভালো ছেলে আর দুটো হয় না।
ধারাবাহিকে এই মহার্ঘ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা কৌশিক রায়। আর টিভির পর্দায় তৃণা-কৌশিকের এই নতুন জুটির মধ্যে দিয়েই অনুরাগীরা আরও একবার ফিরে পেয়েছেন ‘খড়কুটো’ সিরিয়ালের গুনগুন সৌজন্য জুটিকে। এছাড়া ধারাবাহিকে আর এক নায়ক স্রোতের চরিত্রে অভিনয় করছেন ‘ধুলোকণা’র লালন অভিনেতা ইন্দ্রাশিষ রায়।
প্লট অনুযায়ী দেখা যাচ্ছে নায়িকা ঝোড়া শুরু ভালোবাসে তাঁর বন্ধু স্রোতকে। কিন্তু তার বাবা সমুদ্র সেন একপ্রকার জোর করেই তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে মহার্ঘ্যের। কিন্তু ঝোড়া যেহেতু স্রোতকে ভালোবাসে তাই মহার্ঘ্য ঝোড়াকে কথা দিয়েছে এক বছরের মাথায় সে নিজে ডিভোর্স দিয়ে তাকে স্রোতের কাছে পৌঁছে দেবে।
এসব শোনার পর কষ্ট করে হলেও মহার্ঘ্যর সাথে থাকতে রাজি হয় ঝোড়া। আর মহার্ঘ্যর সামনেই রাতে স্রোতের সাথে কথা বলে এমনকি নিজের মনের কথাও জানায় ঝোড়া। এসব শুনে মনে কষ্ট পেলেও মুখে তা কখনই প্রকাশ করে না মহার্ঘ্য। এরই মধ্যে জানা যাচ্ছে মহার্ঘ্যর জীবনে আসছে নতুন নায়িকা কমলিকা।
যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই রসিকতা শুরু করেছেন ‘ঝোড়ার্ঘ্য’ ভক্তরা। এমনই একজন লিখেছেন ‘আসছে কমলিকা। মাসি ঝোরার সামনে মহার্ঘ্যকে জিজ্ঞেস করেছে “ও কমলিকার কথা জানে? নাম শুনেই ঝোরার মুখটা কেমন হয়ে গেল। এবার ঝোরা বুঝবে সব সময়ে স্রোত স্রোত করা না? হোক কমলিকার এন্ট্রি। সে যেন স্রোতের বিপরীতে নতুন নায়িকা হিসেবে চলে যায় তাহলেই জমবে’।