বিনোদনভিডিওসিরিয়াল

‘পরকীয়া করতে পারবো না’! স্রোতের কছে অপমানিত হয়ে মহার্ঘ্যর মূল্য বুঝলো ঝোড়া

প্রেমিক স্রোতকে ভুলে মহার্ঘ্যর কাছাকাছি আসছে ঝোড়া! বিরাট চমক 'বালিঝড়' ধারাবাহিকে

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয়  বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘বালিঝড়’ (Balijhor)। লীনা গাঙ্গুলির লেখা তারকাখচিত এই সিরিয়ালেও রয়েছে ত্রিকোণ প্রেমের সমীকরণ। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরী এই সিরিয়ালে জোড়া নায়ক স্রোত আর মহার্ঘ্যর (Srot-Moharghya) একমাত্র নায়িকা ঝোড়া (Jhora)।

সিরিয়ালে নায়িকা ঝোড়ার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তৃণা সাহা। নিয়েমিত দর্শকরা জানেন সদ্য সিরিয়ালে তাঁর সাথে বিয়ে হয়েছে সমুদ্র সেনের যোগ্য সহকারী মহার্ঘ্যর। ঝোড়ার মা তো বটেই দর্শকরাও এই কদিনেই বলছেন মহার্ঘ্যর মতো ভালো ছেলে আর দুটো হয় না। ধারাবাহিকে এই মহার্ঘ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা কৌশিক রায়।

স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,বালিঝড়,Balijhor,স্রোত,Srot,মহার্ঘ্য,Moharghya,ঝোড়া,Jhora

আর টিভির পর্দায় তৃণা-কৌশিকের এই নতুন জুটি নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। ঝোড়া মহার্ঘ্যর এই ঝোড়ার্ঘ্য জুটির মধ্যে দিয়েই দর্শক আরও একবার ফিরে পেয়েছেন ‘খড়কুটো’ সিরিয়ালের গুনগুন সৌজন্য জুটিকে। এছাড়া ধারাবাহিকে আর এক নায়ক স্রোতের চরিত্রে অভিনয় করছেন ‘ধুলোকণা’ সিরিয়ালের লালন অভিনেতা ইন্দ্রাশিষ রায়।

স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,বালিঝড়,Balijhor,স্রোত,Srot,মহার্ঘ্য,Moharghya,ঝোড়া,Jhora

তবে এই সিরিয়ালের শুরু থেকেই দেখা যাচ্ছে ঝোড়া মহার্ঘ্যকে নয় ভালোবাসে স্রোতকে। তাই বিয়ে হয়ে গেলেও ঝোড়া কে মহার্ঘ্য কথা দিয়েছে এক বছর হলেই সে ঝোড়া কে স্রোতের হাতে তুলে দেবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ধীরে ধীরে মহার্ঘ্যই হয়ে উঠেছে ঝোড়ার ভরসার মানুষ।

তাই সম্প্রতি টিভিতে সম্প্রচারিত পর্বে দেখা গিয়েছে ঝোড়ার সামনে স্রোত মহার্ঘ্যকে বাজে ভাবে অপমান করে ঢাল হয়ে দাঁড়িয়েছিল ঝোড়া। শুধু তাই নয় বাড়ি ফিরে মহার্ঘ্য অসুস্থ হলে ঝোড়া সারা রাত জেগে সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলেছে। শুধু তাই নয় ঝোড়া মহার্ঘ্যর সাথে তার গ্রামের বাড়িতেই যেতে চেয়েছে।


এছাড়া কমলিকার কথা উঠতেই তার ফোন নম্বর চেয়ে নিয়ে তার কাছে ফোন করবে বলে জানায় জোড়া নিজেই। এই ভাবে প্রিয় জুটি ঝোড়ার্ঘ্যকে কাছাকাছি আসতে দেখে দারুন খুশি দর্শক। আবার আগামী দিনে কি হতে চলেছে সেটাই দেখার বিষয়।

Back to top button