• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখের জলে নয়, হাসি মুখে কেক কেটেই ‘বালিঝর’-এর শুটিং শেষ করলেন ঝোরা-মহার্ঘ্য স্রোতরা

Published on:

Balijhor Last Day of Shooting Jhora Trina Saha

জল্পনাকে সত্যি করে মাত্র ২ মাসেই শেষ স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বালিঝড়’ (Balijhor)। টি আর পি (TRP) তালিকায় ধাক্কা খেয়েই অসময়ে বন্ধ হয়ে গেল লীনা গাঙ্গুলির লেখা জনপ্রিয় এই বাংলা সিরিয়াল (Bengali Serial)।

গতকাল অর্থাৎ রবিবার একই দিনে শেষ হয়েছে এই ধারাবাহিকের অন্তিম পর্বের (Last Episode) সম্প্রচার এবং শুটিং। তবে বিদায় বেলায় চোখের জলে নয়,হাসি মজা করে হৈ হৈ করেই কেক কেটে কাটতে দেখা গেল সিরিয়ালের ঝোড়া, মহার্ঘ্য আর স্রোতকে (Jhora-Moharghya- Srot)।

স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,বালিঝড়,Balijhor,অন্তিম পর্ব,Last Episode,সম্প্রচার,Telecast,ঝোড়া,Jhora,মহার্ঘ্য,Moharghya,স্রোত,Srot,তৃণা সাহা,Trina Saha

সোশ্যাল মিডিয়ায় সেই আনন্দের মুহূর্তের ভিডিও শেয়ার করেছিলেন খোদ ঝোড়া অভিনেত্রী তৃণা সাহা। এদিন ঝোড়া, স্রোত ও মহার্ঘ্য তিনজনের পরনেই ছিল প্রায় একই রঙের পোশাকে। কেক কেটে সহ অভিনেতাদের তো বটেই সেইসাথে সেটে উপস্থিত বাকি সমস্ত কলাকুশলী যাদের ক্যামেরার সামনে দেখা যায় না তাদের সকলকে নিজে হাতে কেক খাইয়ে দিতে দেখা গেল তৃণাকে।

স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,বালিঝড়,Balijhor,অন্তিম পর্ব,Last Episode,সম্প্রচার,Telecast,ঝোড়া,Jhora,মহার্ঘ্য,Moharghya,স্রোত,Srot,তৃণা সাহা,Trina Saha

ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করে ক্যাপশানে তৃণা লিখেছেন, ‘এই সফর সত্যিই ছোট ছিল। কিন্তু এটা অনেক বেশি মূল্যবান,এটার অনেক প্রয়োজনও ছিল। এত কম সময়ের মধ্যেও ‘তৃশিক’কে এত  ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের নিরন্তর সমর্থনের জন্য ধন্যবাদ। বালিঝড় বিদায় নিচ্ছে।’

Balijhor Air off Trina Sahas reaction

প্রসঙ্গত এর আগেই সিরিয়াল শেষের জল্পনায় সিলমোহর দিয়েয়েছিলেন তৃণা নিজেই। সোশ্যাল মিডিয়ায় পর্দার স্রোত মহার্ঘ্যর সাথে হাসি মুখেই ছবি দিয়ে অভিনেত্রী লিখেছিলেন ‘শেষ ৪ টি এপিসোড’। সেইসাথে  হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন ‘হ্যাপি এন্ডিং’। যা দেখে দর্শকরাও নিচিত হয়ে গিয়েছিলেন ধারাবাহিকে জোড়া মহার্ঘ্য জুটিরই মিল দেখানো হবে।

প্রসঙ্গত এই ধারাবাহিকের হাত ধরে লেখিকা লীনা গাঙ্গুলি খড়কুটো সিরিয়ালের গুনগুন সৌজন্য জুটির পুরোনো ম্যাজিক ফিরিয়ে আনতে চেয়েছিলেন। কি তা টি আর পি তালিকায় ছাপ ফেলতে পারেনি একেবারেই। আজ অর্থাৎ ১৭ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টায় বালিঝড়ের জায়গা নিতে চলেছে সব্যসাচী রায়চৌধুরীর নতুন ভক্তিমূলক সিরিয়াল ‘রামপ্রসাদ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥