বলিউড (Bollywood) অভিনেতা সালমান খানের (Salman Khan) ছবি ‘বজরঙ্গি ভাইজান’ মনে আছে! এই ছবি তোলপাড় করে দিয়েছিল ভারত পাকিস্তানের মত দুই দেশে। এর মধ্যে কেটে গেছে পাঁচ পাঁচটা বছর। এই সিনেমায় সলমন খান, করিনা কাপুর, নওয়াজ উদ্দিন সিদ্দিকী বাদেও দর্শকদের মন কেড়েছিল ছোট্ট মুন্নি। ছোট্ট মুন্নি কথা না বলেই শুধু মাত্র অভিনয়ের জাদুতে গোটা দেশের মানুষের মন জিতে নিয়েছিল মুন্নি।
২০১৫ সালের পর্দার মুন্নি ওরফে হর্ষালি মালহোত্রা (Harshaali Malhotra) , এখন কিশোরী। আজকাল সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় মুন্নি অর্থাৎ হার্ষালি মালহোত্রা। হার্ষালি প্রায়শই নিজের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে। যা বেশ ভাইরাল হয়ে পরে শেয়ার হওয়া মাত্রই।
বজরঙ্গি ভাইজান মুক্তি পাওয়ার পর ফিল্মফেয়ারে সেরা শিশুশিল্পীর পুরস্কার পেয়েছিল হর্ষালি। এছাড়াও অসংখ্য পুরস্কার নিজের ঝুলিতে ভরে নিয়েছে মুন্নি। ছোট্ট বয়স থেকেই সেলেব্রিটিতে পরিণত হয়েছে মুন্নি থুড়ি হার্ষালি।
ধীরে ধীরে বাড়ছে তার অনুরাগী সংখ্যা। হার্ষালিও বেশ বুঝে গিয়েছেন কীভাবে অনুরাগীদের মন জুগিয়ে চলতে হয়। ইতিমধ্যেই ১১ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে হার্ষালির। আর তাদের মন ভালো করতেই এবার বলিউডের বিখ্যাত গান ‘আথিয়া’তে দুর্দান্ত নেচে সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন অভিনেত্রী।
আর এই নাচ দেখা মাত্রই নিমেষে হয়ে পড়েছে ভাইরাল। নীল আনারকলি, আর খোলা চুলে খুদে অভিনেত্রীর এই নাচের ভিডিও ইতিমধ্যেই সকলের মন জিতে নিয়েছে। ভিডিওতে লাইকের সংখ্যা ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে তিন মিলিয়ন।
View this post on Instagram