বলিউডের ভাইজান সালমান খানের (Salman Khan) ‘বাজরাঙ্গি ভাইজান (Bajrangi Bhaijaan)’ ছবিটি মনে আছে নিশ্চই। ২০১৫ সালে রিলিজ হওয়া ছবিটি তোলপাড় করে দিয়েছিল ভারত পাকিস্তানের মত দুই দেশে। এরপরকেটে গেছে বেশ কয়েকটা বছর। সিনেমায় সলমন খান, করিনা কাপুর, নওয়াজ উদ্দিন সিদ্দিকী বাদেও দর্শকদের মন কেড়েছিল ছোট্ট মুন্নি। ওই বয়সেই কথা না বলেও কেবল অভিনয়ের জাদুতে গোটা দেশের মানুষের মন জিতে নিয়েছিল মুন্নি।
মুন্নি চরিত্রে যে মেয়েটি অভিনয় করেছিল তার নাম হর্ষালি মালহোত্রা। ছোট্ট মুন্নি এখন ছোট্ট মুন্নি এখন পরিণত কিশোরী। বজরঙ্গি ভাইজান মুক্তি পাওয়ার পর ফিল্মফেয়ারে সেরা শিশুশিল্পীর পুরস্কার পেয়েছিল হর্ষালি। এছাড়াও অসংখ্য পুরস্কার নিজের ঝুলিতে ভরে নিয়েছে মুন্নি।
ছোট্ট বয়স থেকেই সেলেব্রিটিতে পরিণত হয়েছে মুন্নি থুড়ি হার্ষালি। গতকাল ছিল হার্ষালির ১৩তম জন্মদিন। জন্মদিনে অভিনেত্রীর কেক কাটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর থেকেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। তাছাড়া জন্মদিনে একটি নয় একাধিক কেক কেটেছে হার্ষালি। আর কেক কাটার ভিডিওগুলিতে দর্শকের সংখ্যা লক্ষাধিক চাপিয়েছে, সাথে রয়েছে ৯৫ হাজারেরও বেশি লাইক।
View this post on Instagram
ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে হার্ষালি লিখেছে, ‘ হ্যাপি ১৩তম টিনেজার টু মি’। অর্থাৎ ১৩ বছরের কিশোরী হবার জন্য নিজেকে হ্যাপি বার্থ ডে জানিয়েছেন হার্ষালি। তবে জন্মদিনের ছবি ও ভিডিওতে অজস্র শুভ কামনা আর জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন অনুগামীরা।
প্রসঙ্গত, বর্তমানে হার্ষালি রীতিমত সোশ্যাল মিডিয়া সেলেব্রিটিতে পরিণত হয়েছেন। ইতিমধ্যেই ১১ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে হার্ষালির। মাঝে মধ্যেই অনুগামীদের উদ্দেশ্যে ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। বেশ কিছুদিন আগে হার্ষালির সুইমিং পুলে সাঁতার কাটার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল।