• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝুলিতে একের পর এক ফ্লপ! আল্লু, যশের সাফল্যে কেরিয়ার শেষ হওয়ার ভয় বাহুবলী প্রভাসের

Updated on:

Pushpa, KGF Chapter 2 has ruled in the box office, Prabhas is now working hard for his upcoming movies

সাম্প্রতিক অতীতে বক্স অফিসে সাউথের একাধিক ছবি ঝড় তুলেছিল। সেই তালিকায় নাম রয়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ (Pushpa) থেকে শুরু করে কন্নড় সুপারস্টার যশের ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (KGF Chapter 2)। এই দুই ছবির সাফল্যে দক্ষিণের এই দুই তারকার জাদু রাতারাতি আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। তবে এই সাফল্যে যেন কিছুটা বিপদের সম্মুখীন হয়েছে ‘বাহুবলী’ প্রভাসের (Prabhas) সিংহাসন। আর তাতেই চিন্তায় পড়েছেন অভিনেতা।

সাউথের সুপারস্টার প্রভাসের শেষ ছবি ‘রাধে শ্যাম’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপর থেকেই নাকি বেশ চিন্তায় রয়েছেন অভিনেতা। গোদের ওপর বিষ ফোঁড়া হয়ে দেখা দিয়েছে ‘পুষ্পা’ এবং ‘কেজিএফ’এর সাফল্য। সব মিলিয়ে নাকি বেশ চাপেই রয়েছেন তিনি। আর সেই কারণেই সব ‘অহংকার’ ভুলে ফের নিজের সিনেমার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে শুরু করেছেন প্রভাস।

Prabhas

‘রাধে শ্যাম’ মুখ থুবড়ে পড়ার পর প্রভাস এখন নিজের আগামী ছবিগুলির শ্যুটিং করছেন। তাঁর হাতে এখন ‘আদিপুরুষ’, ‘সালার’, ‘প্রোজেক্ট কে’ রয়েছে। এর মধ্যে ‘আদিপুরুষ’এর শ্যুটিং শেষ করে ফেলেছেন তিনি। এখন দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘প্রোজেক্ট কে’ এবং শ্রুতি হাসানের সঙ্গে ‘সালার’এর শ্যুটিং করছেন অভিনেতা। একইসঙ্গে দুই ছবির শ্যুটিং করছেন বড় পর্দার ‘বাহুবলী’।

শোনা গিয়েছে, সম্প্রতি ব্যাক টু ব্যাক ‘প্রোজেক্ট কে’ এবং ‘সালার’এর অ্যাকশন দৃশ্য শ্যুট করেছেন প্রভাস। শুধু তাই নয়, শ্যুটিংয়ের সময় যাতে দৃশ্যায়ন একেবারে ‘পারফেক্ট’ হয়, সেদিকেও নাকি কড়া নজর ছিল অভিনেতার। প্রত্যেক দৃশ্য শ্যুট হওয়ার পর নিজে থেকে এসে দেখছিলেন তিনি। জানা যাচ্ছে, যাতে দুই ছবিরই অ্যাকশন দৃশ্য একেবারে দুর্দান্ত হয়, সেই কারণেই নিজে কষ্ট করে দুই ছবির অ্যাকশন দৃশ্য ব্যাক টু ব্যাক শ্যুট করেছেন প্রভাস।

Prabhas

‘রাধে শ্যাম’ ছবিতে যে ভুল হয়েছিল, সেই ভুল যাতে তাঁর আসন্ন ছবিগুলিতে না হয়, সেই বিষয়ে প্রচণ্ড সতর্ক হয়ে আছেন প্রভাস। দক্ষিণী সুপারস্টারকে এরপর ওম রাউত পরিচালিত ছবি ‘আদিপুরুষ’এ দেখা যাবে। ‘রামায়ণ’এর ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে প্রভাসকে রাম, কৃতি শ্যাননকে সীতা এবং সইফ আলি খানকে লঙ্কেশের চরিত্রে দেখা যাবে। আগামী বছর মকর সংক্রান্তির দিন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥