সিনেমাপ্রেমীদের কাছে প্রিয় ছবির মধ্যে একটি ‘বাহুবলী’ (Bahubali)। ছবিতে দুর্দান্ত কাহিনী, ভিএফএক্সের কাজ ও অভিনয় সব মিলিয়ে আলাদাই অনুভূতি এনে দিয়েছিল দর্শকদের। বলিউডের ইতিহাসে একাধিক রেকর্ড ভেঙে দিয়েছিল এই ছবিটি। আবার ছবিতে প্রভাসের (Prabhas) দুর্দান্ত অভিনয় সমাদৃত হয়েছিল গোটা দেশে এমনকি বিদেশেও। তবে এবার বাহুবলীর থেকেও বড়সড় ছবি নিয়ে পুরোনো সমস্ত রেকর্ড ধূলিস্যাৎ করতে প্রস্তুত প্রভাস।
কিন্তু বাহুবলী ছবিতে ব্যাপক জনপ্রিয়তা পেলেও পরবর্তীকালে তাঁর চাহিদা কমেছে। যার মূল কারণ একেরপর এক ছবি ফ্লপ হয়েছে। মার্চ মাসে রিলিজ হওয়া ‘রাধে শ্যাম’ ছবিটি একপ্রকার ফ্লপ হয়েছে। তবে এবার আবারও ১০০০ কোটির সুপারহিট ছবি করতে কোমর বেঁধেছেন প্রভাস। পরিচালক ওম রাউত অনেক আগেই ‘আদিপুরুষ’ (Adipurush) ছবির ঘোষণা করেছিলেন। এবার সেই ছবির সম্পর্কেই বেশ কিছু তথ্য প্রকাশ্যে এল।
জানা যাচ্ছে বাজেটের দিক বাহুবলীর থেকেও বড় হতে চলেছে ছবিটি। সূত্রমতে, ৫০০ কোটি টাকা খরচ হবে ‘আদিপুরুষ’ ছবি তৈরির জন্য। যেটা ভারতীয় সিনেমার ইতিহাসে সবচাইতে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে। এমনকি এই ছবির জন্য চোখ কপালে তোলার মত পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস। বিদেশী ফিল্ম সমালোচক উমার সান্ধু এই বিষয়টি কনফার্ম করেছেন নিজের একটি টুইটের মধ্যে দিয়ে।
Officially Confirmed, #Adipurush is the Most Expensive Film in India now. It made on 500 cr Budget. #Prabhas charged 100 cr for film. ????????????
— Umair Sandhu (@UmairSandu) June 1, 2022
‘আদিপুরুষ’ ছবিতে অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা। ২০২৩ সালের জানুয়ারি মাসে রিলিজ হওয়ার কথা ‘আদিপুরুষ’ ছবিটির। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে, এবার শুটিং পরবর্তী কাজ চলছে। বাহুবলী এর মত এই ছবিতেও দুর্দান্ত ভিএফএক্সের কাজ দেখা যাবে। যেটা দর্শকদের আরও বেশি করে আকর্ষণ করবে বলেই মনে করে পরিচালক।
বিগ বাজেট এই ছবিতে শ্রীরামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। আর সীতার চরিত্রে থাকবেন বলিউডের অভিনেত্রী কৃতি শ্যানন। এছাড়াও ছবিতে রাবণের চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। রামচন্দ্রের ভাই লক্ষণের ভূমিকায় দেখা যাবে সানি সিংকে।
পরিচালক ও প্রযোজকের কথা মত, দর্শকদের কথা মাথায় রেখেই ছবিটির বাজেট ৫০০ কোটি করা হয়েছে। যাতে ভরপুর এন্টারটেনমেন্ট পান প্রতিটা দর্শক। উভয়েই আশাবাদী যে এই ছবিটি ভারতীয় সিনেমার জগতে ঐতিহাসিক ছবি হতে চলেছে। আর ছবি রিলিজের পরেই সিনেমাহলে হাউসফুল বড় ঝুলতে দেখা যাবে।