• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যোগা টিচার থেকে ‘বাহুবলী’র দেবসেনা, রইল শতকোটির মালকিন অনুষ্কা শেট্টির সম্পত্তির পরিমাণ

Published on:

Bahubali Devsena Actress Anushka Shetty net worth

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির তো বটেই, এই দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অনুষ্কা শেট্টি (Anushka Shetty)। ‘বাহুবলী’ সিনেমায় দেবসেনার চরিত্রে অভিনয় করার পর থেকে তো তাঁর জনপ্রিয়তা একেবারে আকাশ ছুঁয়েছে। তবে দক্ষিণের এই নামী অভিনেত্রী কিন্তু কেরিয়ারের শুরুতেই সাফল্য পাননি। বরং অনেক সংগ্রাম করেই এই খ্যাতি, যশ, অর্থ, ভালোবাসা আদায় করেছেন তিনি। আজকের প্রতিবেদনে অভিনেত্রীর জীবনের নানান অজানা কাহিনী তুলে ধরা হল।

অভিনেত্রী হিসেবে নিজের দীর্ঘ কেরিয়ারে অনুষ্কা বিভিন্ন ধরণের সিনেমায় কাজ করেছেন। প্রায় প্রত্যেকটি ছবিতেই তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তবে ‘বাহুবলী’ সিনেমায় বৃদ্ধা দেবসেনার চরিত্রে অনুষ্কার সাবলীল অভিনয় হয়তো অনেক দর্শকেরই সবচেয়ে প্রিয়।

Anushka Shetty as Devsena

এই মুহূর্তে সাউথের অন্যতম সেরা অভিনেত্রীদের নামের তালিকায় শীর্ষের দিকে নাম থাকে অনুষ্কার। শোনা যায়, প্রত্যেক ছবির জন্য প্রায় ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। অথচ জানলে হয়তো অবান হবেন যে, এই অভিনেত্রীই একসময় নিজের পেট চালানোর জন্য যোগা শেখাতেন।

Anushka Shetty Yoga

অনুষ্কা ভরত ঠাকুরের কাছ থেকে যোগা শিখেছিলেন। এরপর পেট চালাতে যোগা শেখানো শুরু করেন তিনি। একদিন অনুষ্কা যোগা শেখাচ্ছিলেন, সেই সময়ই পরিচালক মেহের রমেশের নজরে পড়ে যান তিনি। তাঁর প্রতিভা যাচাই করে নেওয়ার পর পরিচালক তাঁকে সিনেমায় কাজ করার অফার দেন। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি পর্দার দেবসেনাকে।

Anushka Shetty

একসময় যোগা শিখিয়ে নিজের পেট চালানো অনুষ্কা আজ নিজের প্রতিভার সৌজন্যে এত সফল হয়েছেন। আয় করছেন কোটি কোটি টাকা। তবে শুধুমাত্র একজন সফল নায়িকা নন, মানুষ হিসেবেও অনুষ্কা প্রচণ্ড ভালো। শোনা যায়, ‘বাহুবলী’ ছবির সাফল্যের পর তিনি তাঁর ড্রাইভারকে ১২ লাখ টাকার একটি লাক্সারি গাড়ি উপহার দিয়েছিলেন।

বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, অনুষ্কার নেট ওয়ার্থও (Anushka Shetty) এখন আকাশছোঁয়া। ‘বাহুবলী’ অভিনেত্রী এখন ১৪০ কোটিরও বেশি টাকার মালকিন। এছাড়াও তিনি হায়দ্রাবাদে যে বিলাসবহুল আবাসনে থাকেন, সেটির মূল্য প্রায় কয়েক কোটি টাকা। অভিনেত্রীর বাড়ির গ্যারেজেও সাজানো রয়েছে একাধিক লাক্সারি গাড়ি। অডি থেকে বিএমডব্লিউ- একসময় যোগা শিখিয়ে পেট চালানো অনুষ্কার গ্যারেজেই সাজানো রয়েছে বিশ্বের একাধিক দামি গাড়ি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥