• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন রূপে বাহুবলীর ‘শিবগামী’! অভিনয়ের পাশাপাশি এবার পা রাখলেন OTT প্লাটফর্মে

Published on:

রম্যা কৃষ্ণন,Ramya Krishnaan,সাউথের অভিনেত্রী,South actress,বাহুবলী,Bahubali,শিবগামি,Shivagami,নতুন অবতার,New Avatar

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন রম্যা কৃষ্ণন (Ramya Krishnaan)। সাউথের এই অভিনেত্রী (South actress) কে যদিও সবাই চেনেন শিবগামী রূপে। সাউথের ব্লকবাস্টার হিট ‘বাহুবলী’ (Bahubali)-র শিবগামি (Shivagami) চরিত্রে অভিনয় করেই আসমুদ্র হিমাচল বিরাট জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে আরো একাধিক সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে এই জনপ্রিয় অভিনেত্রীকে।

তবে এবার এই সুন্দরী অভিনেত্রীর অনুরাগীদের জন্য রয়েছে এক বিরাট সুখবর। এতদিনে প্রথমবার ওটিটি   প্লাটফর্মে ডেবিউ করতে চলেছেন এই প্রবীণ অভিনেত্রী।তবে সিনেমা নয় ওটিটিতে এই প্রথম একটি নাচের রিয়েলিটি শো এর বিচারক হিসেবে ডেবিউ করেছেন অভিনেত্রী।গত সপ্তাহে অর্থাৎ ১১ ই সেপ্টেম্বর ইতি মধ্যেই টিভির পর্দায় দেখা গিয়েছে এই শো এর প্রথম পর্বের সম্প্রচার।

রম্যা কৃষ্ণন,Ramya Krishnaan,সাউথের অভিনেত্রী,South actress,বাহুবলী,Bahubali,শিবগামি,Shivagami,নতুন অবতার,New Avatar

সাউথের ওটিটি প্ল্যাটফর্ম তেলেগু আহাতে সম্প্রচার হচ্ছে এই নাচের অনুষ্ঠান।রম্যাকে নতুন অবতারের দেখার জন্য একেবারে উৎসুক  হয়ে রয়েছেন তার অসংখ্য অনুরাগী। বিচারকের আসনে প্রথমবার ডেবিউ করে ভীষণ উচ্ছেসিত অভিনেত্রী নিজেও। এপ্রসঙ্গে সম্প্রতি এর সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ‘ডান্স আইকন’-এর মতো শো দিয়ে আহোতে বিচারক হিসাবে আত্মপ্রকাশ করতে পেরে তিনি নিজেও ভীষণ উত্তেজিত।

রম্যা কৃষ্ণন,Ramya Krishnaan,সাউথের অভিনেত্রী,South actress,বাহুবলী,Bahubali,শিবগামি,Shivagami,নতুন অবতার,New Avatar

অভিনেত্রীর সংযোজন ‘আমার ভক্তরা আমাকে নিয়মিত বিভিন্ন চরিত্রে দেখতে পান, তবে এবার থেকে তারা সপ্তাহের শেষে আমার একটি নতুন রূপ দেখতে পাবেন’। তবে অভিনেত্রী জানিয়েছেন এই শোতে তিনি মজা করতে এসেছেন। এই শোয়ে আসার জন্য তার উদ্দেশ্য ভালো নৃত্যশিল্পী খোঁজা নয়।  কারণ তিনি এমন প্রতিভাদের খোঁজেএসেছেন যারা মানুষকে মনোরঞ্জন করতে পারবেন।

রম্যা কৃষ্ণন,Ramya Krishnaan,সাউথের অভিনেত্রী,South actress,বাহুবলী,Bahubali,শিবগামি,Shivagami,নতুন অবতার,New Avatar

অভিনেত্রীর উদ্দেশ্যে শোয়ের প্রযোজকেরা বলেছেন রম্যা ‘লেডি সুপারস্টার অব সাউথ’। জানা যাচ্ছে এই শোয়ে রম্যা ছাড়াও বিচারকের আসনে রয়েছেন শেখর মাস্টার। এছাড়া সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে  টেলিভিশনের জনপ্রিয় মুখ ওমকার-কে। সপ্তাহের প্রতি শনি ও রবিবার‘আহা’ প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে এই নাচের শো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥