• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন প্রভাসের ‘মা’! তার ফিগার হার মানাবে মালাইকা অরোরাকেও

Published on:

প্রভাস,Prabhas,বাহুবলি,Bahubali,রাধে শ্যাম,Radheshyaam,ভাগ্যশ্রী,Bhagyashree,হট ছবি,Hot Picture,সোশ্যাল মিডিয়া,Social Media

সিনেমাপ্রেমীদের কাছে আজও ব্যাপক জনপ্রিয় এস এস রাজমৌলি পরিচালিত সিনেমা বাহুবলি। সিনেমাপ্রেমীদের কাছে আজও সিনেমা সমান জনপ্রিয়। বাহুবলি এবং বাহুবলি ২ দেখার পর থেকেই আসুমদ্রহিমাচল দক্ষিণী সুপারস্টার প্রভাসের ব্যাপক ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে যা দিনে আরওই বেড়ে চলেছে। তবে বাহুবলী’-এর ক্রেজ আজও শেষ হয়নি। বর্তমানে প্রভাস অভিনীত আসন্ন সিনেমা রাধে শ্যাম মুক্তির অপেক্ষায় রয়েছে।

চলতি মাসেই অর্থাৎ আগামী ১১ই মার্চ মুক্তি পেতে চলেছে প্রভাসের এই বিগ বাজেটের সিনেমাটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই আসন্ন সিনেমার ট্রেলার। যা রীতিমতো ঝড় তুলেছে প্রভাস ভক্তদের মনের মধ্যে। প্রসঙ্গত এই রাধে শ্যাম ছবিতে প্রভাসের মায়ের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। যার বিগত বেশ কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন বলিউডের এই এজলেস বিউটি।

প্রভাস,Prabhas,বাহুবলি,Bahubali,রাধে শ্যাম,Radheshyaam,ভাগ্যশ্রী,Bhagyashree,হট ছবি,Hot Picture,সোশ্যাল মিডিয়া,Social Media

বয়স ৫০ পেরিয়ে গেলেও আজও ভাগ্যশ্রী তার ফিটনেসের জন্য দারুন জনপ্রিয়। সেইসাথে ভাগ্যশ্রী তার নিখুঁত ফিগারের কারণেও প্রায়ই শিরোনামে থাকেন। এই কারণেই অনেকে বলে থাকেন ভাগ্যশ্রীর নিখুঁত ফিগার এবং সাহসী অভিনয় বলিউডের ‘মুন্নি’ অর্থাৎ মালাইকা অরোরাকেও ছাপিয়ে যায়।সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই তার হট এবং সিজলিং ছবি দেখে ঘাম ঝড়তে থাকে নেটিজেনদের।

প্রভাস,Prabhas,বাহুবলি,Bahubali,রাধে শ্যাম,Radheshyaam,ভাগ্যশ্রী,Bhagyashree,হট ছবি,Hot Picture,সোশ্যাল মিডিয়া,Social Media
সম্প্রতি ভাগ্যশ্রীকে তার স্বামী হিমালয় দাসানির সঙ্গে স্টার প্লাসের নতুন সেলিব্রেটি টিভি শো ‘স্মার্ট জোডি’-তে দেখা যাচ্ছে। এই শোতে এসে তার দুজনেই ব্যাপক শোরগোল ফেলে দিয়েছেন। এই দম্পতির এক ছেলে এবং এক মেয়ে আছে। ভাগ্যশ্রীর ছেলের নাম অভিমন্যু এবং মেয়ের নাম অবন্তিকা। এখন তারাও অনেকটাই বড় হয়ে গিয়েছেন।

প্রভাস,Prabhas,বাহুবলি,Bahubali,রাধে শ্যাম,Radheshyaam,ভাগ্যশ্রী,Bhagyashree,হট ছবি,Hot Picture,সোশ্যাল মিডিয়া,Social Media

এমনকি ইতিমধ্যেই অনেক ছবিতে প্রধান অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তারা। জানা যায় সম্প্রতি ‘মিথ্যা’ ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছে ভাগ্যশ্রীর মেয়ে অবন্তিকার। প্রসঙ্গত বলিউডে সলমান খানের সাথে জুটি বেঁধে সুপারহিট সিনেমা ‘ম্যায়নে প্যার কিয়া’-দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ভাগ্যশ্রীর। এই সিনেমা থেকেই বিরাট সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥