• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমাদের ভাল বন্ধুত্ব রয়েছে! সৌপ্তিকের সাথে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বাহামণি’ রণিতা

Published on:

Bahamoni actress Ranita Das opens up about her breakup rumour with Souptik Chakraborty

বিনোদন জগত থেকে শুরু বাস্তব জীবন চারদিকে এখন শুধু সম্পর্ক ভাঙার গুঞ্জন। এক বছর আগেও যারা একসাথে এক ছাদের তলায় থাকতেন আজ হয়তো তাদের মধ্যে অনেকেরই পথ আলাদা হয়েছে। বিচ্ছেদের গুঞ্জন জর্জরিত এবার বাংলা ইন্ডাস্ট্রিও । সম্প্রতি তেমনি ইঙ্গিত দিচ্ছে টেলি অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী এবং  ‘বাহামণি’ অভিনেত্রী রনিতা দাস (Souptik Chakraborty & Ranita Das)।

দীর্ঘ ১২ বছর ধরে একে অপরের সাথে সম্পর্কে রয়েছেন টেলিপাড়ার এই জনপ্রিয় জুটি। আজ থেকে ১২ বছর আগে ২০১১ সালে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ধন্যি মেয়ে’র হাত ধরেই প্রথম পরিচয় হয়েছিল এই জুটির।  সেই থেকেই তাদের বন্ধুত্ব গড়ার প্রেমের সম্পর্কে। সেই  থেকে দীর্ঘ ১২ বছর একসাথে সুখে-দুঃখে  কাটিয়ে দিয়েছেন তারা। প্রসঙ্গত এই জুটির যৌথভাবে একটি প্রযোজনা সংস্থাও রয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রণিতা দাস,Ranita Das,সৌপ্তিক চক্রবর্তী,Souptik Chakraborty,বিচ্ছেদ,Break Up,জল্পনা,Rumour,প্রতিক্রিয়া,Reaction

কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে ১২ বছরের পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন জনপ্রিয় এই টেলি জুটি।  এই জুটির এক  ঘনিষ্ঠ  সূত্রের তরফে জানা গিয়েছে, এই তারকা জুটির মধ্যে এখন আর প্রেম না থাকলেও বন্ধুত্ব রয়েছে। রয়েছে একটা সুস্থ সম্পর্ক রয়েছে।

তবে সৌপ্তিক-রণিতা এপ্রসঙ্গে এখনও অব্দি খোলসা  করে কিছু না জানালেও খানিকটা একই শুরে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ‘আমি এখন আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও আলোচনা চাই না৷ আমাদের ভাল বন্ধুত্ব রয়েছে।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,রণিতা দাস,Ranita Das,সৌপ্তিক চক্রবর্তী,Souptik Chakraborty,বিচ্ছেদ,Break Up,জল্পনা,Rumour,প্রতিক্রিয়া,Reaction

যদিও এখনও পর্যন্ত রণিতা-সৌপ্তিক দুজনের কেউই সোশ্যাল মিডিয়া থেকে একে-অপরের সাথে কোনো ছবিই সরাননি। তাই এখন দেখার আগামীদিনে মনোমালিন্য মিটিয়ে এই জুটি আবার এক হন কিনা!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥