• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও ফিরছে বাদশা-অপরাজিতা! ‘এক্কাদোক্কা’য় নতুন জুটিতেই বাড়বে TRP, আশাবাদী দর্শকরা

Published on:

Badshah Moitra and Aparajita Ghosh Das pair is coming back in Ekka Dokka

কয়েকদিন আগেই স্টার জলসায় শুরু হয়েছে ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক এবং সোনামণি সাহা। নায়িকার দিদির চরিত্রে দেখা যাচ্ছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসকে (Aparajita Ghosh Das)। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই রাধিকার দিদির জীবনে আসতে চলেছে তাঁর মনের মানুষ।

শোনা যাচ্ছে, অপরাজিতার বিপরীতে ‘এক্কা দোক্কা’য় দেখা যাবে টলিউডের নামী অভিনেতা বাদশা মৈত্রকে (Badshah Moitra)। হ্যাঁ, ঠিকই দেখছেন। সূত্রের খবর ‘এক্কা দোক্কা’র হাত ধরেই ফের পর্দায় প্রত্যাবর্তন হতে চলেছে ‘কুসুম দোলা’ জুটির।

Badshah Moitra and Aparajita Ghosh Das

আর এই খবর পাওয়া মাত্রই বেশ খুশি হয়েছে দর্শকরা। বাদশার এন্ট্রির খবর শুনেই আবার দর্শকদের একাংশের অনুমান, এবার টিআরপি লিস্টে ঝড় তুলতে চলেছে ‘এক্কা দোক্কা’ জুটি। স্বাভাবিকভাবেই বেশ খুশি ‘পোধিকা’ জুটির অনুরাগীরাও।

জানিয়ে রাখি, বাদশা এবং অপরাজিতাকে এর আগে একসঙ্গে দেখা গিয়েছিল স্টার জলসারই ‘কুসুম দোলা’ ধারাবাহিকে। সেখানে বাদশাকে দেখা গিয়েছিল আর্মি অফিসারের চরিত্রে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা। তাঁদের জুটি দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। তবে সেই ধারাবাহিকে তাঁদের চরিত্র দু’টির মিল হয়নি। ধারাবাহিকে দেখানো হয়েছিল বাদশা অভিনীত চরিত্রটির মৃত্যু হয়েছে।

Badshah Moitra and Aparajita Ghosh Das

‘কুসুম দোলা’ ধারাবাহিকে বাদশা-অপরাজিতা জুটির বিচ্ছেদের পর বেশ কষ্টও পেয়েছিলেন দর্শকরা। তাই এবার ফের প্রিয় জুটির কামব্যাকের খবরে বেশ খুশিই হয়েছেন ‘কুসুম দোলা’ ভক্তরা। সেই সঙ্গেই বাদশাকে ফের অন্যরকমের চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরাও। পাশাপাশি এত বছর পর বাদশা-অপরাজিতা জুটি ফের দর্শকদের মনে ধরে কিনা সেটাও দেখার বিষয়।

Badshah Moitra and Aparajita Ghosh Das pair is coming back in Ekka Dokka

বাদশার কাজের দিক থেকে বলা হলে, টলিউড ইন্ডাস্ট্রির এই নামী অভিনেতাকে শেষবারের মতো ‘ধুলোকণা’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেখানে নায়িকা ফুলঝুড়ির বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘ধুলোকণা’ ধারাবাহিকে বাদশা অভিনীত বুলেট চরিত্রটিও দর্শকদের বেশ পছন্দের। এবার দেখার, বাদশা ‘এক্কা দোক্কা’য় নিজের অভিনয়ের মাধ্যমে ফের দর্শকদের মুগ্ধ করতে পারেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥