• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় না জেনেই সিরিয়ালে কাজ করছে সবাই, তাই মান নামছে! বিস্ফোরক অভিনেতা বাদশা মৈত্র

Published on:

বাদশা মৈত্র,টলিউড,সিরিয়াল,ধারাবাহিক,সিপিএম,Badsha Moitra,tollywood,cpim

টলি পাড়ার বেশ জনপ্রিয় মুখ অভিনেতা বাদশা মৈত্র (Badsha Moitra) ইন্ডাস্ট্রিতে নেই নেই করেও প্রায় ২৫ বছর পার করে ফেলেছেন অভিনেতা। ফলত টলিউড নিয়ে তার অভিজ্ঞতাও নেহাৎ কম নয়। শুধু ছোট পর্দা কেন বড়পর্দাতেও অভিনেতাকে দেখা গিয়েছে। একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘জন্মভূমি’ দিয়ে অভিনয় জগতে অভিষেক হয়েছিল অভিনেতার৷ কিন্তু এখন আর এই ধরণের ধারাবাহিক তৈরি হয়না, অভিনেতার এমনটাই মত।

বলা চলে ইন্ডাস্ট্রির ওঠা পড়া সবই নিজের চোখে দেখেছেন বাদশা। এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা এখনকার ধারাবাহিকের নির্মাতাদের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। এর আগেও বহু অভিনেতাই এই প্রজন্মের তারকাদের দিকে আঙুল তুলেছেন। বাদশার অভিযোগ, এখন আর আগের মত যত্ন করে কেউ সিরিয়াল তৈরি করেনা।

বাদশা মৈত্র,টলিউড,সিরিয়াল,ধারাবাহিক,সিপিএম,Badsha Moitra,tollywood,cpim

তার মতে, আঁকা, নাচ গানের মতো অভিনয়টাও শিখতে হয়। কিন্তু আজকালকার দিনে বেশির ভাগ তারকাই অভিনয় না শিখেই সিরিয়ালে সুযোগ পেয়ে যাচ্ছে। আর অভিনয় শেখা মানে শুধু ইন্সটিটিউশন নয় মঞ্চ অভিনয় শেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। থিয়েটারের মঞ্চ করতে করতেও দারুণ অভিনয় শেখা যায়।

অভিনেতার আক্ষেপ এই যুগে এখন তিনিও বড় পর্দায় কাজ পান না। বলাই বাহুল্য, একাধিক নামী দামী ডিরেক্টরের সাথে বড়পর্দায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শককে দেওয়ার মতো এখনও অনেক কিছুই রয়েছে তার কাছে, কিন্তু ভালো সুযোগ পাচ্ছেন না।

বাদশা মৈত্র,টলিউড,সিরিয়াল,ধারাবাহিক,সিপিএম,Badsha Moitra,tollywood,cpim

অভিনয়ের পাশাপাশি সক্রিয় বাম রাজনীতির সঙ্গেও যুক্ত বাদশা। শাসক দলের বিরুদ্ধে একাধিক কারণে ফুঁসে উঠেছেন তিনি। নিজের সাফ বক্তব্য নিজেই রাখতে পছন্দ করেন তিনি। পরিবার, স্ত্রী, এবং মেয়েকে নিয়েই সময় কাটাতে পছন্দ করেন সকলের প্রিয় এই অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥