• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাঁচা বাদাম এখন অতীত! সানগ্লাস চোখে, গিটার হাতে ভাইরাল ভুবনবাবুর নতুন গান ‘বাদাম নেবে বুবু’

দেখতে দেখতে বেশ কিছু দিন কেটেও গেলেও ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের রেশ এখনও রয়েই গিয়েছে। ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) গাওয়া এই কাঁচা বাদাম গান সর্বত্রই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এমনকি গান ভাইরাল হবার পরেই বাদাম বিক্রি ছেড়ে দিয়েছেন তিনি। আর এবার গানকেই ধ্যান জ্ঞান করে নতুন গান বেঁধেছেন ভুবন বাবু। ‘বাদাম নেবে বুবু’ (Badam Nebe Bubu) এই বলেই বানিয়ে ফেলেছেন নতুন এক খানা গান।

আসলে ভাইরাল গানের জেরে একপ্রকার ‘সেলিব্রিটি’ হয়ে গিয়েছেন ভুবনবাবু। বিভিন্ন অনুষ্ঠানে ডাক পাচ্ছেন তিনি। কলকাতার এক নামি পানশালায় গান গেয়েছিলেন যে ভিডিও ভাইরাল হতে সকাল মিডিয়াতে বেশ কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। সেই পাবের বাইরেই তিনি মন্তব্য করেন, ‘এখন তো সেলিব্রিটি হয়ে গিয়েছি তার আর বাদাম বিক্রি করতে পারবো না’। এই মন্তব্য নিয়েও বেশ ট্রোলিং শুরু হয়।

   

Badam Kaku,Bhuban Badyakar,Kacha Badam,Badam Nebe Bubu,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকরের নতুন গান,বাদাম নেবে বুবু,Bhuban Badyakar New Song,Bhuban Badyakar trolled

তবে পরে অবশ্য নিজের এই কথার জন্য ক্ষমাও চেয়েছেন ভুবনবাবু। এরপর গান গেয়ে পাওয়া টাকার বদলে সেকেন্ড হ্যান্ড গাড়ি চালানো শিখতে গিয়ে অ্যাকসিডেন্ট হয়েছে বাদাম কাকুর। হাসপাতালে চিকিৎসার পর ছাড়াও পেয়ে গিয়েছেন তিনি। তবে এবার বাদাম কাকুর আরও একটি নতুন গান ভাইরাল হতে শুরু করেছে নেটপাড়ায়।

Badam Kaku,Bhuban Badyakar,Kacha Badam,Badam Nebe Bubu,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকরের নতুন গান,বাদাম নেবে বুবু,Bhuban Badyakar New Song,Bhuban Badyakar trolled

এবার আবারও গাবের ষ্টুডিওতে গান গান রেকর্ড করলেন ভুবন বাদ্যকর। নতুন গানেও রয়েছে বাদাম, তবে একটু অন্য সুরে। নতুন এই গানের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে। ভিডিওতে ট্যাক্সিতে কলকাতায় এসে পার্কে ঘুরে ঘুরে ষ্টুডিওতে দেখা গিয়েছে বাদাম কাকুকে। চোখে সানগ্লাস, হাতে গিটার নিয়ে সুরকারের পাশে দিব্যি ‘বাদাম নেবে বুবু’ গাইছেন ভুবন বাদ্যকর।

Badam Kaku,Bhuban Badyakar,Kacha Badam,Badam Nebe Bubu,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকরের নতুন গান,বাদাম নেবে বুবু,Bhuban Badyakar New Song,Bhuban Badyakar trolled

নতুন এই ‘বাদাম নেবে বুবু’ গান ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তবে গান ভাইরাল হতেই কিছুজনের প্রশংসার পাশাপাশি কিছু নেটিজেনদের কটাক্ষও জুটেছে। কারোর মতে, গানের কোনো মাথামুণ্ডু কিছুই তো নেই!তো কেউ আবার গান শুনে হেসে গড়াগড়ি খেয়ে বলেছেন পরবর্তী রানু মন্ডল। আবার একজনের মতে, হিরো আলম ভর করেছে বাদাম কাকুর ওপর।

প্রসঙ্গত, ‘কাঁচা বাদাম’ গানের জেরেই দেশের গন্ডি পেরিয়ে বিদেশে পৌঁছে গিয়েছেন ভুবন বাদ্যকর। আগেই একাধিক দেশের সুরকারের তাঁর গান রিমেক করেছেন, অনেক সেলিব্রিটিরা রিল বানিয়েছেন। তবে এবার জানা যাচ্ছে বিদেশী গায়কের সাথে দেখা মিলতে পারে বাদাম কাকুর। তবে তিনি কে বা কবে দেখা যেতে পারে এটার কোনোটাই প্রকাশ্যে আসেনি।