• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাণুর মতোই দুর্ব্যবহার করলেন বাদাম কাকু! হিন্দিতে কথা বলায় যুবককে ধমকে দিলেন ভুবন বাদ্যকর

Rupali Ganguly,anupama,Madhvi Gogate,মাধবী গোগাটে,অনুপমা,রূপালী গাঙ্গুলী,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,Kancha badam,bhuban badyakar,ranu mondal,রানু মন্ডল

পা যেন আর মাটিতেই পড়ছে না বাদাম কাকুর৷ শুধু বাংলা নয় এখন দেশ তথা বিশ্ব ছাপিয়ে গিয়েছে কাঁচা বাদাম গানের জনপ্রিয়তা। একটি গানেই ভাগ্য বদলে গিয়েছে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের। একটি মাত্র সৃষ্টি তাকে বিশ্বের দরবারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ ‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া একপ্রকার অসম্ভব। ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে এই গান। ফেসবুক ইউটিউব থেকে সর্বত্রই বাজছে কাঁচা বাদাম গান। ইতিমধ্যেই এই গানের একাধিক রিমেক তৈরি হয়ে গিয়েছে।

এছাড়াও ফেসবুক ইন্সটাগ্রাম খুললেই এই গানের একাধিক রিল ভিডিও সামনে আসে। শুধু তাই নয় সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা পর্যন্ত এই গানে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। ইতিমধ্যেই এই গানের সুরে ইংরেজি, হিন্দিতেও রিমেক তৈরি হয়েছে। কত সংবাদ মাধ্যম তার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য মুখিয়ে থাকেন৷ আর এত জনপ্রিয়তার জেরে ইতিমধ্যেই বাদাম কাকুর অহংকারও বেশ কয়েকগুণ বেড়ে গিয়েছে।

Rupali Ganguly,anupama,Madhvi Gogate,মাধবী গোগাটে,অনুপমা,রূপালী গাঙ্গুলী,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,Kancha badam,bhuban badyakar,ranu mondal,রানু মন্ডল

কিন্তু এই এক রাতের জনপ্রিয়তা যে স্থায়ী হয়না তার জলজ্যান্ত উদাহরণ রানু মন্ডল। নেটবাসীদের দৌলতেই রাতারাতি স্টার হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল (Ranu Mondal)। প্ল্যাটফর্মে বসে খালি গলায় গান ধরেছিলেন তিনি, গায়ে তার নোংরা ছেঁড়া পোশাক, মুখে চোখে ময়লা। কিন্তু তার গান শুনে থমকে দাঁড়িয়েছিলেন এক পথচারী। সেই গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নিমেষে হয়ে পড়ে ভাইরাল। এর পরেই ঘটে যায় ম্যাজিক।

Rupali Ganguly,anupama,Madhvi Gogate,মাধবী গোগাটে,অনুপমা,রূপালী গাঙ্গুলী,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,Kancha badam,bhuban badyakar,ranu mondal,রানু মন্ডল

সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিও দেখে স্বয়ং হিমেশ রেশমিয়া রানু মন্ডলের সাথে গান বাঁধেন। এরপর হিমেশ সেই প্রতিভাকে পৌঁছে দেন সারা বিশ্বের দরবারে। রানুর সঙ্গে ডুয়েটে তিনি গান ‘তেরি মেরি কাহানি’। আর তার সেই গান আগের বছর দাপিয়ে বেড়িয়েছে সমস্ত পুজো মন্ডপে।

কিন্তু তার এই হঠাৎ জনপ্রিয়তায় ভাটাও পড়ে এক বছরের মধ্যেই। ফের রানাঘাটের ভাঙা বাড়িতেই কষ্টেসৃষ্টে দিন কাটছে তার। এখন তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ার হাসির খোড়াক। মাঝেমধ্যেই মেজাজও হারিয়ে ফেলেন রানু। এবার সেই একই পথের পথিক হলেন ভুবন বাবু। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ভুবন বাবুকে এক যুবক ক্যামেরায় নিয়েই বলেন ‘হাম লোগ আ চুকে হ্যায়’ আর যুবকের মুখে হিন্দি শুনেই ক্ষেপে গেলেন ভুবন বাবু। তাকে ধমকে বললেন ‘বাংলায় বলো কেনে’। তার এই ব্যবহারে বিরক্ত নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥