দেশের বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন চালু করা হয়েছে বহু রাজ্যে। পশ্চমবঙ্গেও আগামী ১৫ই জুন পর্যন্ত লকডাউনের ঘোষণা করা হয়েছে। লকডাউনের জেরে বন্ধ রয়েছে টলিপাড়া সুতরাং বন্ধ রয়েছে সমস্ত সিরিয়ালের শুটিং। এদিকে ব্যাঙ্কিং করার এপিসোড শেষ তাই ঘর থেকেই আপাতত কোনোমতে শুট কাজ চালাচ্ছেন সিরিয়ালের প্রযোজকরা। ইতিমধ্যেই নানা সিরিয়ালের প্রমো সামনে এসেছে।
নতুন প্রোমোতে কি হতে চলেছে সিরিয়ালে তার প্রিক্যাপ দেখানো হচ্ছে। লকডাউনের জেরে শুটিং ফ্লোরে শুটিং না হওয়ায় সিরিয়ালের মান কমেছে অনেকটাই তাছাড়া কিছু সিরিয়াল যৌথ পরিবারভিত্তিক তাই বাড়ি থেকে শুট করলেও ঠিক সন্তুষ্ট হতে পারছেন না দর্শকেরা। অন্যদিকে টিআরপি তালিকা দেখলে বোঝা যাবে প্রায় সব সিরিয়ালই পিছিয়ে পড়ছে জনপ্রিয়তার দৌড়ে। এভাবে কাজ চলা সম্ভব নয়।
এবার কিছু সিরিয়ালের বন্ধ হবার জল্পনা সোনা যাচ্ছে। টলিপাড়ার অন্দরমহলে। বর্তমানে বাংলা চ্যানেলের মধ্যে দুটি চ্যানেল সবচাইতে বেশি জনপ্রিয়, সেগুলি হল ষ্টার জলসা ও জি বাংলা। এছাড়াও আরো বেশ কিছু চ্যানেল রয়েছে। সব মিলিয়ে ২০-২৫টি সিরিয়ালের সম্প্রচার হয়। কিন্তু কিছু সিরিয়াল বিগত বেশ কিছুদিন ধরে টিআরপি তালিকায় ভালো ফল করতে পারেনি। যার জন্যই হয়তো এবার সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কোন সিরিয়ালগুলো বন্ধ হতে পারে তা এখনই নিশ্চিতরূপে বলা যাচ্ছে না। কয়েকটি সিরিয়ালের টিআরপি রেটিং বেশ খারাপ। ধ্রুবতারা, সাঁঝের বাতি, ‘ওগো নিরূপমা’ এই সমস্ত সিরিয়ালগুলির টিআরপি খুবই শোচনীয়। মোহর সিরিয়ালের টাইম স্লট বদলানো হয়েছে ইতিমধ্যেই। শেষ প্রকাশিত তালিকায় ২.৫ রেটিং পেয়েছে মোহর যেটা অনেকটাই কম। অন্যদিকে কি করে বলব তোমায় ও এই পথ যদি না শেষ হয় এই দুই সিরিয়ালের হাল যে খুব ভালো তাও নয়।
সবচাইতে খারাপ অবস্থা মঙ্গলময়ী সন্তোষী মা সিরিয়ালের ১.৫ পয়েন্ট। এটি মূলত হিন্দি সিরিয়ালের বাংলা ডাবড ভার্শন। এছাড়া সাঁঝের বাতি সিরিয়ালের রেটিং পয়েন্ট ১.৮ ও ধ্রুবতারা সিরিয়ালের রেটিং ২.৩। এখন কোন সিরিয়ালটি শেষের দিকে এগিয়ে যাবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।